ICC Cricket WC 2023 Everyone Needs To Win This World Cup For Virat Kohli Shares Virender Sehwag

নয়াদিল্লি: ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের শেষে বিরাট কোহলির (Virat Kohli) সচিন তেন্ডুলকরকে কাঁধে নিয়ে ঘোরার ছবি ইতিহাসের অঙ্গ। সেই বিশ্বকাপ পরেই যুবরাজ সিংহ সরাসরি জানিয়ে দিয়েছিলেন সচিনের শেষ বিশ্বকাপে তাঁর জন্যই তিনি খেতাব জিততে মরিয়া ছিলেন। ১২ বছর পর ২০১১ সালের মতোই ফের একবার ভারতের মাটিতে বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসতে চলেছে। ঠিক যেভাবে সেইবার সকলে সচিনের জন্য বিশ্বকাপ জিতেছিলেন, সেভাবেই এবার বিরাট কোহলির জন্য ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপ জেতার জন্য ঝাঁপাবে বলে মনে করেন বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)।

বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ওপেনার সহবাগ বলেন, ‘আমরা সচিনের জন্য বিশ্বকাপ খেলেছিলাম। বিশ্বকাপ জিততে পারলে সচিন দারুণভাবে বিদায় জানাতে পারতেন। বিরাট কোহলিও বর্তমানে একই জায়গায় রয়েছে। ও সবসময় মাঠে ১০০ শতাংশেরও বেশি দেয়। সকলে ওর জন্যই বিশ্বকাপ জিততে আগ্রহী হবে। আমার মনে হয় কোহলি নিজেও এই বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে ঝাঁপাবেন। আমদাবাদে এক লক্ষ দর্শক ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। বিরাট পিচগুলির চরিত্র জানেন এবং আমি নিশ্চিত ও বিশ্বকাপে প্রচুর রান করবে।’

বিশ্বকাপে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫ অক্টোবর ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। এখন আর দুই পড়শি দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। বড় বড় টুর্নামেন্টেই তাই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়। স্বাভাবিকভাবেই সেই কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উত্তেজনা টুর্নামেন্টের আগে থেকেই শুরু হয়ে যায়। এবারেও তাঁর অন্যথা হচ্ছে না। এখন থেকেই ১৫ অক্টোবর নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সহবাগ বলেন, ‘সবার মতো আমিও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। ওইদিন কীভাবে সেটা আগে থেকে বলতে পারছি না, তবে যে দল বেশি ভালভাবে চাপ সামলাতে পারবে, তারাই ম্যাচ জিতবে। আমার মনে হয় ভারতীয় দল বেশি ভাল চাপ সামলাতে পারে, সে কারণেই জেতে। অপরদিকে, বিশ্বকাপে (৫০ ওভারের) ভারতকে না হারানোর একটা চাপ  থাকবে পাকিস্তানের ওপর। নব্বইয়ের দশকে পাকিস্তান দল ভাল চাপ সামলাতে পারত, তবে এই শতকে ছবিটা বদলে গিয়েছে। আর যদি কোনও খেলোয়াড় বলে যে সে চাপ অনুভব করছে না, তাহলে সে ডাহা মিথ্যা কথা বলছে। আমরাও মুখে ওটাই বলতাম, কিন্তু সকলেই জানতাম দিনের শেষে ভারত-পাকিস্তান ম্যাচের অনুভূতিটা ভিন্ন।’

আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?