ODI World Cup: Can West Indies Still Qualify For The World Cup In India? Know In Details

হারারে: বিশ্বকাপের (ODI World Cup) যোগ্যতা অর্জনকারী পর্বের সুপার সিক্স অধ্যায় শুরু হচ্ছে। যার অর্থ, ৬ দলের মধ্যে থেকে নির্ধারিত হবে, কোন দুই দল শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।

 

তবে সুপার সিক্সে সব দলের অবস্থান সমান নয়। শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে ৪ পয়েন্ট করে নিয়ে সুপার সিক্সে উঠেছে। কারণ, নিজেদের গ্রুপ থেকে ওঠা বাকি দুই দলকেই হারিয়েছে তারা। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড ২ পয়েন্ট করে নিয়ে উঠেছে। এবং এই পরিস্থিতিতে সবচেয়ে জোরাল আলোচনা চলছে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য নিয়ে।

 

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই কি বিশ্বকাপ আয়োজিত হবে?

 

পরিস্থিতি ক্যারিবিয়ানদের জন্য সুখকর নয়। কারণ, সুপার সিক্স পর্বে ০ পয়েন্ট নিয়ে শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্যাটে-বলে বা ফিল্ডিংয়ে ক্যারিবিয়ান দল যেভাবে পারফর্ম করেছে, অনেকেই মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে দেখছেন না। তবে অঙ্কের বিচারে এখনও সম্ভাবনা রয়েছে তাদের। এমনকী, ওমান বা শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও অন্য ৪ দলের সঙ্গে সমান পয়েন্টে থাকতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এবং নেট রান রেট ভাল থাকলে প্রথম দুই দলের মধ্যে থাকতেই পারে তারা।

 

সবচেয়ে সহজ সমীকরণ হল, তিন ম্যাচেই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে তার পরেও অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলাফল জানার জন্য।

 

তাদের প্রার্থনা করতে হবে, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে তাদের ৩টি করে ম্যাচের অন্তত ২টিতে হারুক। যদি তিন ম্যাচের মধ্যে ২টি করে জিতে যায় শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে, তাহলে এমনিতেই ওয়েস্ট ইন্ডিজের বিদায়ঘণ্টা বেজে যাবে। ৮ পয়েন্ট করে নিয়ে বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করবে দুই দেশ। ছিটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

দুই দলের কোনও একটি ৬ পয়েন্টে শেষ করলেও, ওয়েস্ট ইন্ডিজকে তাদের ৩ ম্যাচ জিততেই হবে এবং বড় ব্যবধানে জিতে নেট রান রেটে অন্যদের চেয়ে এগিয়ে যেতে হবে। নেট রান রেটে দারুণ জায়গায় শ্রীলঙ্কা। দাসুন শনাকাদের নেট রান রেট ২.৬৯৮। ওমানের বিরুদ্ধে বিরাট জয়ের পর আরও ভাল জায়গায় দ্বীপরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটাই ইতিবাচক দিক। নেদারল্যান্ডসের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হলেও তাদের রান রেট খুব একটা ধাক্কা খায়নি। তাই নেদারল্যান্ডস ও ওমানের চেয়ে এগিয়ে তারা।

রান রেট ব্যতিরেকেও ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে যেতে পারে। সেক্ষেত্রে জিম্বাবোয়েকে সুপার সিক্সের সব ম্যাচে হারতে হবে। আর শ্রীলঙ্কাকে হারতে হবে ওয়েস্ট ইন্ডিজের কাছে। বাকি দুই ম্যাচে জিততে হবে শনাকাদের। সেক্ষেত্রে শ্রীলঙ্কা শেষ করবে ৮ পয়েন্টে। ওয়েস্ট ইন্ডিজ থাকবে ৬ পয়েন্টে। যোগ্যতা অর্জন করবেন ক্যারিবিয়ানরা।

 

দুবারের বিশ্বকাপজয়ীদের ভক্তরা আপাতত সেই প্রার্থনাই করছেন।