Road Accident kills 12: নদীতে পড়ল কনেযাত্রীদের ট্রাক, একাধিক শিশু সহ অন্তত ১২ জনের মৃত্যু

মধ্যপ্রদেশের দাতিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। মৃতদের মধ্যে অনেকেই শিশু। জানা গিয়েছে, একটি ট্রাকে করে কনেযাত্রীরা গোয়ালিয়রের বিলহেটি গ্রাম থেকে টিকমগড়ে যাচ্ছিলেন। সেই সময় বুহারা নামক একটি গ্রামে দুর্ঘটনার কবলে পরে ট্রাকটি। জানা গিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে পাশের নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্তারা। দুর্ঘটনার খোঁজ খবর নেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত পক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অনেকেই শিশু। আবার এক বৃদ্ধা মহিলাও রয়েছেন মৃতদের তালিকায়। অনেক শিশু দুর্ঘটনার জেরে নদীর জলে তলিয়ে গিয়েছে। এই আবহে নিখোঁজ অনেকেই। নিখোঁজদেক জল থেকে বের করতে তল্লাশি চলছে।

জানা গিয়েছে, নিহত ব্যক্তিরা গোয়ালিয়রের বিলহেটি গ্রামের থেকে টিকমগড়ের জাটারায় যাচ্ছিল মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। দাতিয়ার বুহারা গ্রামের অদূরে নির্মাণাধীন সেতুর কাছে তাদের গাড়ি উল্টে গিয়েছিল। গাড়িটি নদীতে পড়ার জেরেই এত সংখ্যক মানুষ মারা যায়। এদিকে দুর্ঘটনায় আরও প্রায় ৩ ডজন মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ঠিক কীভাবে গাড়িটি উল্টে গেল তা এখনও জানা যায়নি।

এদিকে যে দাতিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের এলাকা বলে পরিচিত। দুর্ঘটনার পরপরই আধিকারিকদের সঙ্গে তৈই বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দেন। পাশাপাশি নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করার নির্দেশও দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দাতিয়ার পুলিশ সুপার প্রদীপ শর্মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজে উদ্ধারকাজের তদারকি শুরু করেন। এদিকে নরোত্তম মিশ্র ঘোষণা করেন যে নিহদতেক নিকট পরিজনদের ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে সরকারের তরফে।