Tarang Shakti: এবার ভারতই আয়োজন করবে যুদ্ধ বিমানের মহড়া, অংশ নিতে পারে ১২ দেশের বায়ুসেনা

রাহুল সিং

ভারতীয় বায়ু সেনা এবার মেগা মহড়া আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের অন্তত ১২টি দেশের বায়ুসেনাকে ভারতের তরফে এই মহড়ায় আমন্ত্রণ জানানো হবে। সামরিক ক্ষেত্রে পরস্পরের মধ্য়ে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য এই বিশেষ উদ্য়োগ। এই নয়া কর্মসূচির নাম তরঙ্গ শক্তি।

এটাকে ভারতের মাটিতে বৃহত্তম ‘মালটি নেশন এয়ার এক্সারসাইজ’ বলে উল্লেখ করা হচ্ছে। এই কর্মসূচিতে যুদ্ধ বিমান, মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সহ একাধিক আধুনিকতম যুদ্ধ বিমানকে ব্যবহার করা হবে।

এক আধিকারিকের মতে, এই কর্মসূচি আপাতত পরিকল্পনার স্তরে রয়েছে। মনে করা হচ্ছে অক্টোবর -নভেম্বর মাসে এই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে। ৬টি দেশের বায়ুসেনা এই কর্মসূচিতে অংশ নিতে পারে।

হিন্দুস্তান টাইমস বিশেষ সূত্রে জেনেছে, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ এতে অংশ নিতে পারে। তবে এর আগে ফ্রান্স, গ্রিস, জাপান, ইংল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল ভারত।

তবে ওয়াকিবহাল মহলের মতে, এর আগে বিদেশের মাটিতে এই ধরনের মহড়ায় অংশ নিয়েছিল ভারত। তবে এবার একেবারে ভারতের মাটিতে এই ধরনের ড্রিল করার উদ্য়োগ।

গত এপ্রিল মাসে বিদেশের একটা মহড়া রাফায়েল বিমানের সূচনা করেছিল ভারত। ১৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ফ্রান্সের মন্ট- দে- মারসান এয়ারবেসে এই মহড়া হয়েছিল। সেই সময় আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ড, স্পেন এই মহড়ায় অংশ নিয়েছিল। চারটি রাফায়েল বিমান, দুটি সি-১৭ হেভি লিফটার, দুটি রিফুয়েলার্স, ১৬৫ এয়ার ওয়ারিয়রস এই মহড়ায় অংশ নিয়েছিল।

এপ্রিল মে মাসে ইন্ডিয়ান এয়ার ফোর্স অপর একটি মহড়াতেও অংশ নিয়েছিল। গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল এই মহড়া। সেই সময় এসইউ-৩০ এমকেআই ফাইটার বিমান, দুটি সি-১৭ হেভি লিফটার এই মহড়ায় অংশ নিয়েছিল। এপ্রিল মাসে ভারতের বায়ুসেনা ও আমেরিকা এক্সারসাইজ কোপ ইন্ডিয়া-২০২৩ কর্মসূচিতে অংশ নিয়েছিল। দেশের তিনটি এয়ার বেস কলাইকুন্ডা, পানাগড় ও আগ্রার উপর ভিত্তি করে এই মহড়া হয়েছিল।