Teacher’s salaries hiked by 3 times: বাংলায় ডিএ বঞ্চনা, ওই রাজ্যের শিক্ষকদের বেতন বাড়ছে তিনগুণ, ফারাকটা দেখুন

পঞ্জাবের শিক্ষকদের জন্য অত্যন্ত খুশির খবর। প্রায় ১২,৭০০ শিক্ষককে স্থায়ী পদে উন্নীত করা হচ্ছে। সেই সঙ্গে তাঁদের ভাতা একধাক্কায় অনেকটাই বৃদ্ধি করা হচ্ছে। তাঁদের স্য়ালারি প্রায় তিনগুণ বৃদ্ধি করা হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেছেন। এতে প্রচুর শিক্ষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তাঁরা ৫৮ বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন।

পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত সিং মান মঙ্গলবার জানিয়েছেন, ১২,৭০০জন শিক্ষকের চাকরি নিয়মিত করা হয়েছে। আর তাঁদের বেতন প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। একটি বিবৃতিতে পঞ্জাবের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, এই শিক্ষকরা অ্য়াসোসিয়েট টিচার বলে পরিচিত। স্পেশাল ইনক্লুসিভ টিচাররাও রয়েছেন। স্কুল শিক্ষা দফতরের পলিসি ফর ওয়েলফেয়ার অফ অ্যাডহক, কনট্র্রাক্টচুয়াল টেম্পোরারি টিচার্স( নেশন বিল্ডার্স) এর মাধ্যমে তারা পরিচালিত হয়।

এদিকে চাকরিতে ঢোকার ক্ষেত্রে তাদের যোগ্যতামান দেখা হয়। ৫৮ বছর বয়স পর্যন্ত তাদের চাকরির মেয়াদ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি বছর এই শিক্ষকদের বেতন ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

দ্য প্রিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পঞ্জাবের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, বিএ পাস করা এডুকেশন প্রোভাইডাররা এতদিন ৯৫০০ টাকা করে প্রতি মাসে পেতেন। তাঁরাই এবার থেকে ২০,৫০০ টাকা করে পাবেন। আর যাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত তাঁরাই আগে পেতেন ১০,২৫০ টাকা করে বেতন পেতেন। নতুন বেতন হারে তাঁদের মাইনে বেড়ে দাঁড়াচ্ছে ২২,০০০ টাকা।

সেই সঙ্গেই খুশির খবর অন্যান্য পর্যায়ের শিক্ষকদের জন্য়ও। যারা বিএ, এমএ, বিএড পাশ করেছেন তারা আগে পেতেন ১১,০০০ টাকা। এবার তাঁরাই পাবেন ২৩,০০০ টাকা। এডুকেশন ভলান্টিয়ার আগে পেতেন ৫,৫০০ টাকা করে। এবার তাঁরাই পাবেন ১৫,০০০ টাকা।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, যে এডুকেশন ভলান্টিয়াররা ৩৫০০ টাকা করে পাচ্ছেন তারাও এবার থেকে ১৫,০০০ টাকা করে পাবেন। এখানেই শেষ নয়, এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম ও অলটারনেটিভ অ্যান্ড ইনোভেটিভ এডুকেশন স্কিমের আওতায় যাঁরা এতদিন ধরে ৬০০০ টাকা করে ভাতা পেতেন তারাই ১৮,০০০ টাকা করে পাবেন এবার থেকে।

সূত্রের খবর, এই শিক্ষকরা ১০ বছর ধরে শিক্ষা দফতরের অধীন চাকরি করছেন। তারপরই তাঁদের স্থায়ী শিক্ষক হিসাবে নিয়োগ করা হল। সেই সঙ্গেই তাঁদের বেতনও প্রায় তিন গুণ বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে পঞ্জাবে শিক্ষকদের জন্য একেবারে খুশির খবর। অনেকের মতে বাংলার পার্শ্বশিক্ষকরা নানা বঞ্চনার অভিযোগ তোলেন। তবে পঞ্জাবে আবার অন্য় ছবি