Tet Case in Calcutta High Court: টেট পাশের নম্বর নিয়ে দ্বিমত বিচারপতিরা, মামলা গেল প্রধান বিচারপতির বেঞ্চে

টেটের সংরক্ষিত প্রার্থীদের পাশ নম্বর নিয়ে জটিলতায় মামলা গড়াল প্রধান বিচারপতির বেঞ্চে। প্রার্থীদের পাশের নম্বর নিয়ে শুনানিতে একমত হতে পারলেন না ডিভিশন বেঞের দুই বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চ থেকে এই মামলা যাবে তৃতীয় বেঞ্চে। সেখানেই মামলার ফয়সালা হওয়া সম্ভাবনা রয়েছে।

(পড়তে পারেন। Bengal Panchayat Election 2023: ‘কিছু করুন যাতে মানুষ ভরসা পায়!’ বাহিনী নিয়ে টানাপোড়েনে ক্ষুব্ধ প্রধান বিচারপতি)

প্রসঙ্গত, টেট পাশের জন্য সংরক্ষিত প্রার্থীদের নূন্যতম প্রাপ্ত নম্বর ৫৫ শতাংশ। মোট ১৫ নম্বরের পরীক্ষায় কেউ যদি ৮২.৫ নম্বর পায় তবে তাঁর নম্বর ৫৫ শতাংশ হয়। কিন্তু জাতীয় শিক্ষণ পর্ষদের (এনসিটি) নিয়ম বলছে পরীক্ষার্থীরা যদি ৮২ শতাংশ নম্বর পায়, তবে তাদের উত্তীর্ণ বলে ধরে নেওয়া হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছে অন্য কথা। তাদের যুক্তি, ১৫০ নম্বরের মধ্যে কেই যদি ৮২ পায় তবে তার নম্বর হবে শতাংশের হিসাবে ৫৪.৬৭ শতাংশ। এর ফলে নিয়ম অনুযায়ী তা ৫৫ শতাংশ হচ্ছে না। অর্থাৎ পরীক্ষার্থীকে ১ নম্বর বেশি পেতে হবে।

এই জটিলতার কারণে এনসিটি ৮২ নম্বরকে পাশ নম্বর হিসাবে ধরার কথা বলে। এর আগে এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, পরীক্ষার্থী যদি ৮২ নম্বর পায় তবে তিনি টেট উত্তীর্ণ বলে ধরে নেওয়া হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেন কয়েকজন। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

বিচারপতি তালুকদার অবশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কেই যুক্তিযুক্ত বলে মনে করেছেন। অন্য দিকে বিচারপতি ভট্টাচার্য বলেন, যদি ৮২.৫ -এ যদি ৫৫ শতাংশ হয় তবে ওই পাঁচ নম্বর বাড়িয়ে ধরা উচিত।

এই জটিলতার কারণে মামলাটি প্রধান বিচারপতি বেঞ্চে যায়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তৃতীয় বেঞ্চে মামলাটি পাঠাবেন। সেখানেই সিদ্ধান্ত পারে টেটের সংরক্ষিত প্রার্থীদের পাশ নম্বর নিয়ে।