একুশে জুলাইয়ের ব্যাপক প্রস্তুতি শুরু করল তৃণমূল, পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ঘোষণা

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। তার আগে আজ, বৃহস্পতিবার ইদ উৎসব পালিত হচ্ছে রাজ্যে। আর এই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার কথা ১১ জুলাই। তবে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরই ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন কর্মসূচি। দলের শীর্ষ নেতৃত্ব এখন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তার মধ্যেই শহিদ দিবস নিয়েও ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এখান থেকে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। তবে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বড় ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

ঠিক কী ঘোষণা করা হয়েছে?‌ এবার একুশে জুলাই তারিখেই পালন করা হবে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালেই এমন ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলায়’ প্রকাশিত হয়েছে ২১ জুলাইয়ের পোস্টার। একদিকে বিজয় উৎসব অন্যদিকে ২০২৪ সালের লক্ষ্যেই দিল্লি চলোর ডাক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবারও ২১ জুলাই ‘ধর্মতলা চলো’র ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভাষণ দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থক সেদিন জড়ো হবেন ধর্মতলায়।

আর কী জানা যাচ্ছে?‌ গত মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে কলকাতা পুরসভার কয়েকজন কাউন্সিলরকে নিয়ে একুশে জুলাইয়ের একটি প্রস্তুতি সভা হয়েছিল। তারপরই আজ, বৃহস্পতিবার ‘জাগো বাংলায়’ পোস্টার প্রকাশ করা হয় একুশে জুলাইয়ের। আর সেখানেই দেখা যাচ্ছে ‘বিজয় উৎসব হবে একুশে জুলাই’ এবং ‘২০২৪ সালের লক্ষ্যে দিল্লি চলোর ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়’ এই দু’টি কথা লেখা রয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়া এবং তার ফলাফল প্রকাশের আগেই বিজয় উৎসবের কথা ঘোষণা করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:‌ ইদের নমাজে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কেমন আছেন?‌

ঠিক কী দাবি তৃণমূল কংগ্রেসের?‌ এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, পঞ্চায়েত নির্বাচনের কারণে নেতা–কর্মীরা ব্যস্ত। ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন মিটলে শহিদ দিবস ও সমাবেশের জন্য ঝাঁপিয়ে পড়া হবে। গ্রামবাংলার মানুষ পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল শিবিরেই আস্থা রাখবেন বলে আশা। আর পঞ্চায়েত নির্বাচনের সেই সাফল্যকে সামনে রেখেই ২১ জুলাই হবে বিজয় উৎসব। এই নিয়ে কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ১০০টি করে হোর্ডিং দেওয়া হবে। করা হবে পথসভাও। পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পর সমাবেশের প্রচার তুঙ্গে উঠবে।