Ayodhya Ram Mandir: অযোধ্য়ার রামমন্দির তৈরির কাজ কবে শেষ হবে? জানালেন নির্মাণ কমিটির চেয়ারম্যান

রাম মন্দির তৈরির কাজ কবে শেষ হবে? এনিয়ে আগ্রহ অনেকেরই। তবে এবার মুখ খুললেন রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বৃহস্পতিবার আশ্বাস দিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্য়ে রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে। অযোধ্য়ার করসেবকপুরমে আলাদা করে রামচন্দ্রের মূর্তি খোদাই করে তৈরি হচ্ছে।

রামমন্দির নির্মাণ কমিটি নির্মাণ কাজ খতিয়ে দেখেছে। রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, কমিটি দেশবাসীকে আশ্বাস দিয়েছিল সেই মতো, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্য়ে নির্মাণ কাজ শেষ হবে।

তিনি রামচন্দ্রের মূর্তি নির্মাণকারী শিল্পীদের সঙ্গেও দেখা করেন। তামিলনাড়ু থেকে তাঁরা এসেছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পট রাই জানিয়েছেন, রামমন্দিরের একতলার ছাদ তৈরি হয়েছে। এখন মেঝে তৈরি হচ্ছে। ১৬০টি পিলারে মূর্তি খোদাই করার কাজও চলছে।

পিলারে একটি মূর্তি খোদাই করার জন্য় একজন শিল্পীর ৪০-৫০ দিন সময় লাগছে। সেক্ষেত্রে নভেম্বরের মধ্য়ে কতগুলি মূর্তি করা যাবে সেটা দেখা হচ্ছে। একটি পিলারে ১৬টি করে মূর্তি থাকবে।

তিনি জানিয়েছেন, রাম মন্দির নির্মাণে সব রাজ্যের প্রতিনিধিত্ব থাকছে। নির্মাণ সামগ্রী বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। শিল্পীরাও এসেছেন বিভিন্ন রাজ্য থেকে।

তিনজন বিখ্যাত ভাস্কর তৈরি করছেন রামের মূর্তি। মন্দিরের গর্ভগৃহে সবথেকে ভালোটা প্রতিষ্ঠা করা হবে। ২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির পরে অযোধ্য়ার রামমন্দিরের উদ্বোধন হতে পারে।

কর্ণাটকের শিল্পী গণেশ ভট্ট মূর্তি খোদাই করছেন। কৃষ্ণ শিলার উপর তিনি কাজ করছেন। রাজস্থানের শিল্পী সত্য় নারায়ণ পাণ্ডে সাদা মাকরানা মার্বেল খোদাই করে তৈরি করছেন মূর্তি। আবার মাইসোরের অরুণ যোগরাজও মূর্তি তৈরি করছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে একেবারে জোরকদমে চলছে কাজ। একেবারে সাজো সাজো ব্যাপার।

এদিকে সামনেই লোকসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তার আগেই খুলে যেতে পারে অযোধ্য়ার রাম মন্দির। সব মিলিয়ে দেশবাসী অনেকেই তাকিয়ে রয়েছেন সেদিকে।