Indian Football Team back in top 100, move up in AFC standings

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফিফা (FIFA) র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০-এ উঠে এসেছে ভারত। ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) ও সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) জুড়ে জুনে অনুষ্ঠিত সাত ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ব্লু টাইগার্স ৪.২৪ র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেছে এবং এখন বিশ্বের র‍্যাঙ্কিংয়ে ১০০তম স্থানে চলে এল সুনীল ছেত্রীর (Sunil Chhetri)’মেন ইন ব্লু’ ব্রিগেড। 

বৃহস্পতিবারের ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারতের দখলে রয়েছে ১২০৪.৯ পয়েন্ট। তার ভিত্তিতেই বিশ্বের ক্রমতালিকায় প্রথম একশোটি দেশের মধ্যে ঢুকে পড়েছে ভারত। তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহে ১৮৪৩.৭৩ পয়েন্ট। বিশ্ব চ্যাম্পিয়নদের পরেই রয়েছে বিশ্বকাপের রানার্স ফ্রান্স। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

আরও পড়ুন: Kylian Mbappe: কেন পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কিলিয়ান এমবাপে? কারণ জেনে নিন

আরও পড়ুন: Rambai: দুই বছরে ২০০ মেডেল জিতে বিশ্বরেকর্ড গড়লেন ১০৬ বছরের ‘দিদা’ রামবাই

আগামী শনিবার অর্থাৎ ১ জুলাই সাফ কাপের সেমিফাইনাল খেলতে নামবে ভারত। লেবাননের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে র‍্যাঙ্কিংয়ের এই উন্নতি নিঃসন্দেহে সুনীল ছেত্রীদের আত্মবিশ্বাস বাড়াবে। প্রসঙ্গত, সাফ কাপের সফলতম দল ভারতই। এর আগে আটবার এই টুর্নামেন্ট জিতেছে ভারত। ক্রমতালিকার প্রথম ১০০তে ঢুকে পড়ার পর উচ্ছ্বসিত ফেডারেশন। টুইট করে বলা হয়েছে, “এভাবেই ধীরে ধীরে উন্নতি করব আমরা।”  

তবে সাফ কাপে সাফল্য পেলেও ভারতের চিন্তা বাড়াচ্ছেন দলের কোচ ইগর স্টিমাচ। টুর্নামেন্টের দু’টি ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনি। শোনা যাচ্ছে জাতীয় দলের কোচের আচরণে খুবই অসন্তুষ্ট ফেডারেশন। মাঠের মধ্যে অযথা আগ্রাসী হয়ে উঠছেন স্টিমাচ, এমনটাই মনে করছেন কর্তারা। ইতমধ্যেই তাঁকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে এমন আচরণ মেনে নেওয়া হবে না। এদিকে লাল কার্ড দেখার জেরে সেমি ফাইনাল ম্যাচে মাঠে থাকতে পারবেন না ভারতের কোচ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)