Indian Women’s Team To All Six Matches Vs Bangladesh In Dhaka

মুম্বই: জুলাই মাসেই বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। তিন ম্যাচের ওয়ান ডে এবং সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন স্মৃতি মান্ধানারা (INDW vs BANW)। ভারত-বাংলাদেশের ছয়টি ম্যাচই ঢাকা, মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। 

বিসিসিআই আপলোড করা সূচি অনুযায়ী ভারতীয় দল ৯ জুলাই, ১১ জুলাই ও ১৩ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ান ডে ম্যাচগুলি যথাক্রমে ১৬ জুলাই, ১৯ জুলাই ও ২২ জুলাই আয়োজিত হবে। ফেব্রুয়ারি মাসে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে হতাশাজনক পরাজয়ের পর এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মান্ধানারা। এই বাংলাদেশ সফর দিয়েই ফের একবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যাবে ভারতীয় মহিলা দলকে। 

প্রসঙ্গত, গত মাসে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় দলের একটি হাই পারফরম্যান্স ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তার পর এই সিরিজে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বহুদিন ধরেই মান্ধানাদের হেড কোচ নিয়োগ নিয়ে টালবাহানা চলছেই। খবর অনুযায়ী, হেড কোচের অনুপস্থিতিতে ভারতীয় মহিলা দলের ব্যাটিং কোচ হৃষিকেশ কনিতকর দলের দায়িত্ব সামলাতে পারেন। তিনিই কিন্তু বিশ্বকাপের সময় দলের কোচের দায়িত্ব সামলাবেন। তবে আরেক রিপোর্টে দাবি করা হচ্ছে এ সপ্তাহের মধ্যেই দলের প্রধান কোচের বাছাই পর্ব শেষ করা হবে। 

দৌড়ে এগিয়ে অমল মজুমদার ও তুষার আরোঠে। তাঁদের নিয়োগ করার আগে ৩০ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে। অমল বরোদার কোচ হওয়ার দৌড়েও রয়েছেন। তিনি এর আগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গেও কোচিংয়ের কাজ করেছেন। আরোঠে ভারতীয় দলকে কিন্তু আগেও কোচিং করিয়েছেন। শোনা যাচ্ছে প্রাক্তন ডারহ্যাম কোচ জন লুইসও এই কোচের পদের জন্য আগ্রহী এবং তিনি আবেদনপত্র জমা দিয়েছেন। ক্রিকেট উপদেষ্টা কমিটিই কোচ নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে।

এক প্রাক্তন ভারতীয় তারকা এই বিষয়ে কথা বলতে বলেন, ‘আমার মনে হয় না তুষারকে ফেরত আনাটা উচিত হবে। দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন চিন্তাধারার প্রয়োজন এবং আমার মতে অমলের মতো একজন এই কাজের জন্য একেবারে উপযুক্ত। পরের বছর বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। তার আগে দলের খেলোয়াড়দের একটা বড় গ্রুপ প্রয়োজন।’

আরও পড়ুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?