Purulia news: মাছরাঙা ধরতে যাচ্ছিল চার কিশোর, পথেই মরণফাঁদ, পুরুলিয়ায় মৃত্যু দুই ছাত্রের

মাছরাঙা ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল দুই কিশোরের। পুরুলিয়ার আড়ষা থানার ফুসড়াটাঁড় এলাকার ঘটনা। মৃতদের নাম মহেশ্বর হেমব্রম। বয়স মাত্র ১৪ বছর। সনৎ বাস্কে। বয়স মাত্র ১০ বছর।

সূত্রের খবর মঙ্গলবার ও বুধবার পুরুলিয়ায় বৃষ্টি হয়েছিল। নদীতে জল কিছুটা বেড়েছে। এদিকে নদীর পাড়ের গাছে মাছরাঙার আনাগোনা। মাছ ধরার জন্য ঠায় বসে থাকে নদীর ধারে। আর সেই মাছরাঙা ধরার জন্য় ছক কষেছিল চার বন্ধু। সেই মতো তারা নদীর ধারে গিয়েছিল।

নদীর ধার ধরে আস্তে আস্তে এগোচ্ছিল তারা। মাছরাঙা ধরার ইচ্ছা। কিন্তু দুদিনের বৃষ্টিতে মাটি আলগা হয়ে গিয়েছিল। তার জেরে আচমকাই তাদের পায়ের চাপে মাটি আলগা হয়ে যায়। এরপর হুড়মুড় করে ধসে যায় নদীর পাড়ের মাটি। তার জেরে সেই মাটির নীচে চাপা পড়ে যায় দুই বন্ধু। তবে দুই বন্ধু চাপা পড়ে যেতেই বাকিরা চিৎকার শুরু করে দেয়।

তারা ছুটতে ছুটতে গিয়ে অন্য়দের খবর দেয়। এরপরই বাসিন্দারা দিয়ে তাদের দুজনকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তারা অচৈতন্য অবস্থায় রয়েছে। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে তারা যে নদীর ধারে পাখি ধরতে যাবে সেটা বাড়ির লোকজনও জানতেন না। জানলে হয়তো বারণ করে দিতেন। এদিকে বয়স কম থাকার জন্য় তারা সম্ভাব্য বিপদের দিকটা আঁচ করতে পারেনি। সেকারণেই তারা পাখি ধরার জন্য় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পথেই মৃত্য়ুফাঁদ। তাতেই সব শেষ হয়ে গেল।