Steve Smith Eclipses Don Bradman, Sachin Tendulkar With Record Century In 2nd Ashes Test

লর্ডস: অ্যাশেজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকালেন স্টিভ স্মিথ। টেস্ট কেরিয়ারের ৩২ তম সেঞ্চুরি পূরণ করলেন প্রাক্তন অজি অধিনায়ক। আর তার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি রেকর্ডও গড়ে ফেললেন ডানহাতি এই অজি ব্যাটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৩২ টেস্ট সেঞ্চুরির মালিক এখন স্মিথই। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ১৮৪ বলে ১১০ রানের ইনিংস খেলেন অজি ব্য়াটার। মূলত তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করেই বোর্ডে ৪১৬ রান তুলে নেয় অজিরা। 

গতকাল ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন স্মিথ। এদিন যে সেঞ্চুরি আসতে চলেছে, তা মোটামুটি নিশ্চিতই ছিল। নিজের ৯৯ তম টেস্টে ১৭৪ ইনিংসে ৩২ তম সেঞ্চুরি পূরণ করলেন স্মিথ। ছুঁয়ে ফেললেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়াকে। ২ জনেরই টেস্টে সেঞ্চুরির সংখ্যা ৩২। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্মিথ ও ওয়া। শীর্ষে রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ৪১টি টেস্ট সেঞ্চুরি। কোনও নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর নিরিখে শীর্ষে ছিলেন এতদিন সচিন তেন্ডুলকর। ইংল্যান্ডের বিরুদ্ধে ১১টি সেঞ্চুরি করেছিলেন সচিন। তাঁকে টপকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এই মুহূর্তে সর্বাধিক ১২ সেঞ্চুরির মালিক স্মিথ।