US tourist visa: আমেরিকায় বেড়াতে যাবেন? চলতি বছরে ভারতে ১ মিলিয়ন ট্যুরিস্ট ভিসা দেওয়ার টার্গেট নিল ইউএস মিশন

আমেরিকাতে বেড়াতে যাওয়ার জন্য ভিসা পেতে সময় আরও কম লাগবে। প্রথমবার ট্যুরিস্ট ভিসা পেতে যে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হয় তার জন্য় আগে যতদিন অপেক্ষা করতে হত আপনাকে সেই সময়টা প্রায় ৫০ শতাংশ কমে যাচ্ছে। বুধবার ভারতে থাকা মার্কিন রাষ্ট্রদূত একথা জানিয়েছেন। সেক্ষেত্রে যারা এবার মার্কিন মুলুকে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার সময়সীমা আরও অনেকটা কমে যেতে পারে। মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন ২০২৩ সালে অন্তত ১ মিলিয়ন ভিসা প্রসেস করার টার্গেট নেওয়া হয়েছে। 

আইআইটি দিল্লিতে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমরা ইতিমধ্যেই কাজটা শুরু করে দিয়েছি। আরও দ্রুততার সঙ্গে আমরা ভিসা তৈরি করছি। এতদিন ভারতে ইউএস মিশন যা করেছে তার থেকেও বেশি তাড়াতাড়ি। ২০২৩ সালের ১ মিলিয়ন ভিসা দেওয়ার ব্যাপারে আমরা টার্গেট নিয়েছি। সেই লক্ষ্যের অর্ধেক আমরা চলে এসেছি। আমরা যে উদ্যোগ নিয়েছি তাতে দেখছি ভালো ফল পাচ্ছি। প্রথমবার ভিসা পাওয়ার ক্ষেত্রে ওয়েট টাইম কমে ৫০ শতাংশ হয়ে গিয়েছে। 

তিনি জানিয়েছেন, ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সময় কমানোর জন্য আমরা নির্দিষ্ট কিছু পদ্ধতি নিয়েছি। সেগুলোও কাজেও দিচ্ছে।এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে অপেক্ষা করতে হত সেই সময়টা কমে যাচ্ছে। 

এদিকে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ভিসা সংক্রান্ত ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। পদ্ধতিগত ক্ষেত্রে যাতে আরও সরল করা যায় সেব্যাপারে আশ্বাস দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, বেঙ্গালুরু ও আমেদাবাদে আমেরিকার নতুন কনস্যুলেট তৈরি হবে। আর এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে H1B ভিসা আমেরিকাতেই পুনর্নবীকরণ করা যাবে। 

সূত্রের খবর, চলতি বছরেই সিয়াটেলে নতুন একটি কনস্যুলেট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারত। আমেরিকার আরও দুটি শহরে ভারতের আরও দুটি কনস্যুলেট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেক্ষেত্রে ভিসা সংক্রান্ত ব্যাপারে আরও সুবিধা হবে সেখানে। ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আমরা একসঙ্গে শুধু পলিসি তৈরি করছি এমনটাই নয়। আমরা জীবন, স্বপ্ন ও ভাগ্যকেও তৈরি করি।