Bengal Cricket Team: সীমিত ওভারের ক্রিকেটে নেই মনোজ, ৪১ জনকে রেখে বাংলার সম্ভাব্য দল ঘোষণা নির্বাচকদের

<p><strong>কলকাতা:&nbsp;</strong>রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে উঠে পরাজয়। তাও আবার ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। বিজয় হাজারে ট্রফি হোক বা সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি – ট্রফি ভাগ্য বাংলাকে নিরাশই করেছে।</p>
<p>তবে হতাশার সেই ছবিটা কাটাতে এবার বদ্ধপরিকর বাংলা। ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে সিএবি-তে সাজ সাজ রব শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে আগামী মরসুমের জন্য বাংলা দল নিয়ে বসে পড়লেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল ও নির্বাচকেরা।&nbsp;</p>
<p>সীমিত ওভারের ক্রিকেটের জন্য মোট ৪১ জন ক্রিকেটারের নাম-সহ তালিকা শুক্রবার প্রকাশ করল সিএবি। যে তালিকায় উল্লেখযোগ্য অনুপস্থিতি মনোজ তিওয়ারি ও মহম্মদ শামির। বিশ্বস্ত সূত্রের খবর, মনোজের সঙ্গে সিএবি কর্তারা কথা বলেছিলেন। দিন দুয়েক আগেই বাংলার সম্ভাব্য দল তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু <a title="পঞ্চায়েত ভোট" href="https://bengali.abplive.com/topic/panchayat-poll" data-type="interlinkingkeywords">পঞ্চায়েত ভোট</a>ের প্রচারে ব্যস্ত মনোজের সঙ্গে কথা বলা যায়নি বলেই অপেক্ষা করছিলেন নির্বাচকেরা। সূত্রের খবর, মনোজের সঙ্গে কথা হয়েছে। তিনি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে খেলার কথা ভাবছেন না। খেললে শুধু <a title="রঞ্জি ট্রফি" href="https://bengali.abplive.com/topic/ranji-trophy" data-type="interlinkingkeywords">রঞ্জি ট্রফি</a>তেই খেলবেন। গতবারের মতোই। তাই তাঁকে সীমিত ওভারের দলে রাখেননি নির্বাচকেরা।</p>
<p>পাশাপাশি নাম নেই মহম্মদ শামিরও। তবে সামনে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ। ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে শামিকে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে পাওয়া যাবে না, তা কার্যত নিশ্চিত।</p>
<p>অনেকে যদিও প্রশ্ন তুলছেন, ৪১ জনের সম্ভাব্য দল কেন? কেন প্রাক মরসুম প্রস্তুতিতে এত বিরাট সংখ্যক ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা করা হচ্ছে? যেখানে অন্যান্যবার ২৫ বা বড় জোর ৩০ জনের ক্রিকেটারদের রেখে সম্ভাব্য দল গড়া হয় অন্যান্য বছর। ক্লাবের চাপেই কি এই সিদ্ধান্ত? নির্বাচকেরা বলছেন, ক্লাব ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে দল গড়া হয়েছে। কিন্তু গতবারের রঞ্জি ফাইনালে বাংলার হারের নেপথ্যে যাঁদের দিকে আঙুল উঠেছিল, সেই আকাশ ঘটক বা সুমন্ত গুপ্তকেও রাখা হয়েছে সম্ভাব্য দলে।</p>
<p><strong>বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা: </strong>অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক রায়চৌধুরী, অঙ্কুর পাল, কাজি জুনেইদ সইফি, রণজ্যোৎ সিংহ খইরা, শুভম চট্টোপাধ্যায়, আদিত্য পুরোহিত, ওমপাল বোকেন, সুমন্ত গুপ্ত, শ্রেয়াংশ ঘোষ, অভিষেক পোড়েল, শুভঙ্কর বল, শাকির হাবিব গাঁধী, অগ্নিভ পান, শুভম সরকার, আকাশ ঘটক, সক্ষম চৌধুরী, সন্দীপন দাস, অয়ন ভট্টাচার্য, আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, রবি কুমার, প্রীতম চক্রবর্তী, গীত পুরী, সুমন দাস, দুর্গেশ কুমার দুবে, দেবপ্রতিম হালদার, সৌম্যদীপ মণ্ডল, শাহবাজ আমেদ, প্রদীপ্ত প্রামাণিক, কর্ণ লাল, কৌশিক মাইতি, বিকাশ সিংহ, প্রয়াস রায় বর্মন, অঙ্কিত মিশ্র, অনুরাগ তিওয়ারি ও অখিলেশ যাদব।</p>
<p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?" href="https://bengali.abplive.com/sports/icc-odi-world-cup-exclusive-tickets-for-odi-world-cup-might-be-on-sale-from-first-week-of-july-know-in-details-989062" target="_self">ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?</a></strong></p>
<p dir="ltr"><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন</strong></p>
<p dir="ltr"><a href="https://t.me/abpanandaofficial" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://t.me/abpanandaofficial&amp;source=gmail&amp;ust=1687616540818000&amp;usg=AOvVaw3xy1rRa0ypLHwy27ORg8UM">https://t.me/abpanandaofficial</a></p>