CV Anand Bose: উচ্চশিক্ষায় উৎকর্ষকে স্বীকৃতি দিতে পুরস্কার দেবে রাজভবন

উপাচার্য নিয়োগের সিদ্ধান্তে আদালতের শিলমোহরের পর এবার শিক্ষাক্ষেত্রে উৎকর্ষকে সম্মান জানাতে তৎপর হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার থেকে প্রতি বছর রাজভবনের তরফে উচ্চশিক্ষায় উৎকর্ষের ছাপ রাখা শিক্ষক ও ছাত্রদের পুরস্কৃত করবে রাজভবন। শুক্রবার রাজভবন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। প্রথম বছর এই পুরস্কারের যাবতীয় খরচ দেবেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, রাজ্যে উচ্চশিক্ষায় উৎকর্ষের ছাপ রাখা শিক্ষক ও ছাত্রদের পুরস্কৃত করা হবে। আর্থিক পুরস্কার দেওয়া হবে তাদের। সেরা শিক্ষক পাবেন ৫ লক্ষ টাকা। সেরা ছাত্র পাবেন ২ লক্ষ টাকা। সেরা গবেষকও পাবেন ২ লক্ষ টাকা। যোগ্য প্রার্থীদের বাছাইয়ের ভার বর্তেছে বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির ওপর। যার সদস্য উপাচার্যরা।

রাজ্য সরকারকে না জানিয়েই রাজ্যের ১১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যায় রাজ্য। তাদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানায়, এব্যাপারে প্রশ্ন করার কোনও এক্তিয়ারই নেই রাজ্য সরকারের। রাজ্যপালের নিয়োগ বৈধ বলে ঘোষণা করে আদালত। সঙ্গে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতনক্রম চালু করার নির্দেশ দেন বিচারপতি। এর পরই রাজ্যে উচ্চশিক্ষায় উৎকর্ষকে স্বীকৃতি দিতে তৎপর হলেন রাজ্যপাল। যদিও শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এব্যাপারে কোনও খবর তাদের কাছে নেই।