Degree of PM Modi: ‘মোদীর ডিগ্রি খুঁজে পাচ্ছি না,’ কেজরিওয়ালের আবেদনে সাড়া দিল গুজরাট আদালত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি সম্পর্কিত বিষয় নিয়ে গুজরাট হাইকোর্টের একটি নির্দেশকে ফের বিবেচনা করার জন্য আবেদন করেছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার গুজরাট হাইকোর্ট সেই মামলা শুনতে রাজি হয়েছে বলে খবর। এনডিটিভির প্রতিবেদন অনুসারে এমনটাই খবর।

কেন্দ্রীয় তথ্য কমিশন এর আগে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল যাতে প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত বিষয়গুলি খুঁজে দেখা হয়। তবে গুজরাট হাইকোর্ট সেই সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছিল। এরপর আপ সুপ্রিম ফের বিবেচনার জন্য় আবেদন করেন আদালতে। তবে এবার তাতে বড় আপডেট হচ্ছে বলে খবর মিলেছে।

এদিকে এবার রিভিউ পিটিশনের ভিত্তিতে বিচারপতি বীরেন বৈষ্ণব গুজরাট বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় তথ্য় কমিশন ও প্রাক্তন তথ্য় কমিশনার এম শ্রীধর আচারইউলুক নোটিশ পাঠিয়েছেন।

এদিকে সেই রিভিউ পিটিশনে কেজরিওয়াল জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর পোস্ট গ্র্য়াজুয়েট ডিগ্রির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা পাবলিক ডোমেনের কোথাও পাওয়া যাচ্ছে না। সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছিলেন । কিন্তু সেটা পাওয়াই যাচ্ছে না।

এদিকে সেই রিভিউ পিটিশনে উল্লেখ করা হয়েছিল, কোর্টে রেকর্ড করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত তথ্য় মিলবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়িয়ে সলিসিটর জেনারেল এমনটাই জানিয়েছিলেন। কিন্তু সেই ওয়েবসাইট একেবারে আগাগোড়া খুঁজেও মোদীর ডিগ্রি মিলছে না। তবে অফিস রেজিস্টারকে উল্লেখ করে একটা নথি মিলেছে।

কেজরিওয়াল তাঁর আবেদনে জানিয়েছেন, সলিসিটর জেনারেল মৌখকভাবে জানিয়ে দিয়েছিলেন ওয়েবসাইট খুঁজলেই ডিগ্রি পাওয়া যাবে। তবে সেটাই তিনি প্রথমবার বলেছিলেন। কিন্তু ওই অফিস রেজিস্টারটা তো আর ডিগ্রি হতে পারে না। যেটা বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হচ্ছে।

এদিকে কেজরিওয়াল আগের নির্দেশ ফের বিবেচনা করার জন্য আবেদন করেছিলেন। এদিকে গত ৩১ মার্চ চিফ ইনফরমেশন কমিশনের নির্দেশকে খারিজ করে দিয়েছিল গুজরাট হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর অফিসের এই সংক্রান্ত ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি দেখানোর কোনও দরকার নেই। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর ২৫,০০০ টাকা আরোপ করা হয়েছিল। কারণ তিনি প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন।

তবে এবার প্রধানমন্ত্রী ডিগ্রি সংক্রান্ত বিষয়টি কোন দিকে যায় সেটাই দেখার। সামনেই লোকসভা ভোট। জোট বাঁধছেন বিরোধীরা। এসবের মধ্যেই এবার খোদ প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত বিষয়ে নয়া আপডেট।