Delhi Capitals Part Ways With Ajit Agarkar As Indian Team’s Chief Selector Rumors Gets Stronger

নয়াদিল্লি: এ সপ্তাহেই ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচকের নাম ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা। শোনা যাচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগরকরকে (Ajit Agarkar) প্রধান নির্বাচকের পদে নিয়োগ করা হতে পারে। এইসব জল্পনা কল্পনার মাঝেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচিং স্টাফ থেকে আগরকরকে ছেড়ে দেওয়া হল। ফলে তাঁর প্রধান নির্বাচক পদে নিয়োগ হওয়ার জল্পনা আরও জোরাল হল। 

বৃহস্পতিবার, ২৯ জুনই দিল্লি ক্যাপিটালসের তরফে তাঁদের কোচিং স্টাফ থেকে আগরকর ও শেন ওয়াটসনকে (Shane Watson) ছেড়ে দেওয়ার খবর সরকারিভাবে জানানো হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে ক্যাপিটালসের তরফে লেখা হয়, ‘তোমরা সবসময় এই দলের অঙ্গ থাকবে এবং এটা তোমাদের ঘর। অজিত এবং ওয়াট্টোকে (ওয়াটসন) তাঁদের অবদানের জন্য অনেক ধন্যবাদ। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’ দিল্লি তাঁকে ছেড়ে দেওয়ায় আগরকরের প্রধান নির্বাচক হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

 

গত ফেব্রুয়ারিতে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চেতন শর্মা। তারপর থেকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন শিবসুন্দর দাস। তবে এবার অবশেষে পাকাপাকি প্রধান নির্বাচক বাছতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রধান নির্বাচক পদে আবেদন করার শেষ দিন ৩০ জুন এবং ১ জুলাই এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে বলেই খবর।

গোটা বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক বলেন, ‘সিএসি (ক্রিকেট উপদেষ্টা কমিটি) এমন একজন নির্বাচককে বাছাই করতে বলেছে, যিনি মতবিরোধ হলে টিম ম্যানেজমেন্টের নামী দামি তারকাদের বিরুদ্ধে কথা বলতে পারেন।’ শোনা যাচ্ছে, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজিত আগরকরকে (Ajit Agarkar) এই পদে নিয়োগ করা হতে পারে। অতীতেও আগরকরের নাম এই পদের সঙ্গে যুক্ত হয়েছে বটে। তবে এবার তিনিই অবশেষে প্রধান নির্বাচক হতে চলেছেন বলে একাধিক মহলে খবর।

আগরকর কিন্তু চাপ নিতে অভ্যস্ত। তিনি ভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। আগরকর যদি প্রধান নির্বাচক পদে নিযুক্ত হন, তাহলে তিনি সলিল আঙ্কোলার পাশাপাশি পশ্চিমাঞ্চল থেকে দ্বিতীয় নির্বাচক হিসাবে কমিটিতে যোগ দেবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?