Israel’s Spy Agency: ইরানে হত্যালীলা চালানোর ছক, কলকাঠি নাড়ছিল পাকিস্তান, ফাঁস করল ইজরায়েলের গুপ্তচর সংস্থা

ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাইপ্রাসে ইজরায়েলি ব্যবসায়ীদের উপর হামলা চালানোর জন্য় ইরান ছক কষেছিল।আর সেই হত্যালীলার ছকে পরোক্ষে পাকিস্তানে হাত ছিল বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দাবি করা হচ্ছে ইরানের মাটিতে মোসাদ ওই সেলের প্রধান ইউসুফ শাহবাজি আব্বাসালিলু বলে এক ব্যক্তিকে আটক করেছিল। তিনি স্বীকার করে নিয়েছেন, সাইপ্রাসে হামলার ছক কষা হচ্ছিল।

এমনকী তিনি স্বীকার করে নিয়েছেন, ইরানের বিদ্রোহী গার্ডদের তরফ থেকে তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল ও অস্ত্রের ব্যাপারেও জানানো হয়েছিল। সেই সংক্রান্ত কিছু তথ্য মিডিয়ার কাছে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, কীভাবে তিনি হামলা চালানোর ছক কষেছিলেন। আর সবটাই হচ্ছিল ইরানের একটি বিদ্রোহী গ্রুপের নির্দেশে।

ওই ব্যক্তি ওই গুপ্তচর এজেন্সির তদন্তকারীদের হাতে কিছু তথ্য় তুলে দিয়েছিলেন বলে খবর। এদিকে তারা একটি ভিডিয়ো ফুটেজকে সামনে এনেছেন। যেখানে বলা হচ্ছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এই গোটা ছকের পেছন ছিল। মূলত ইজরায়েলি ও ইহুদি প্রভাবশালী ব্যবসায়ীদের খুনের ছক কষা হয়েছিল। এমনকী পাকিস্তানের একাধিক নাগরিক ইজরায়েলকে টার্গেট করে নানা কলকাঠি নাড়ছে বলে এবার সামনে এসেছে।

ওই সেলের প্রধান ইউসুফ শাহবাজি আব্বাসালিলু তার সহযোগী হিসাবে যে নামটি এনেছেন হাসান শউশাতারি জাদেহ। সে আবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সিনিয়র ব্যক্তি বলে দাবি করা হচ্ছে। সে নাকি একেবারে বিশ্বাসযোগ্য পাকিস্তানি। ওই নেতার দাবি সে তার সঙ্গে একেবারে উল্লেখযোগ্য কাজ করেছে।

 

সেক্ষেত্রে অনেকের মতে, দুয়ে দুয়ে চার হতে আর বাকি নেই। ইজরায়েলের হত্যালীলা চালাতে সহযোগী হচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।

ওই ব্যক্তির দাবি পাকিস্তানি ওই সহযোগী আমার সঙ্গে আলোচনা করেছিল। সে বলেছিল সাইপ্রাসে যাওয়ার প্ল্যান করছি। সে বলেছিল তুমি উত্তর সাইপ্রাসে চলে যাও। সেখানে কয়েকজন থাকবে তারা তোমায় দক্ষিণ সাইপ্রাসে নিয়ে যাবে।

পার্সি ভাষায় সে এই স্বীকারোক্তি করেছে। সেটাকে ইংরাজিতে তর্জমা করেছে সংবাদমাধ্যম। সে বলেছিল সেটা যদি সম্ভব হয় তবে এই মিশনকে সফল করার জন্য় সবরকম চেষ্টা করব। সে জানিয়েছিল, একটু অপেক্ষা কর, পুলিশের লোকজন তোমায় খুঁজছে। এরপরই সে সহযোগীর কাছ থেকে পাওয়া অস্ত্র ঝোপে লুকিয়ে ফেলে। হোয়াটস অ্য়াপের মাধ্যমে তারা কথা বলত বলে জানিয়েছে।