Modi and Putin Talk: আমেরিকা থেকে ফেরার পর পুতিনকে ফোন মোদীর, আলোচনায় ইউক্রেন, ওয়াগনার বিদ্রোহ

সদ্য মার্কিন সফর থেকে ফিরেছেন নরেন্দ্র মোদী। বিভিন্ন ইস্যুতে সেখানে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, যে সময় রাশিয়ায় ওয়াগনার সৈনিকরা অভ্যুত্থানের রাস্তা নিয়েছে বলে খবর, সেই সময় পুতিনের সঙ্গে মোদীর এই ফোনে কথা বার্তা বেশ প্রাসঙ্গিক।

উল্লেখ্য, গত সপ্তাহের শেষ থেকেই বেশ তপ্ত রাশিয়া। সেখানে ভাড়াটে সৈনিক ওয়াগনাররা বিদ্রোহ ঘোষণা করেছে। তারা দাবি করছে যে তারা রাশিয়ায় অভ্যুত্থান ঘটাতে গিয়েছিল। এদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অব্যাহত পুতিনের রাশিয়া। ইউক্রেনে তাঁর দেশের সেনা ধুঁকছে বলে খবর। ঘরে বাইরে পুতিনের এহেন পরিস্থিতির মাঝে এদিন রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রশাসকের তরফে ওয়াগনারদের দমনে যে পদক্ষেপ হচ্ছে তার প্রতি সমর্থনের বার্তা যায় দিল্লি থেকে। রাশিয়ায় প্রিগোজিনের নেতৃত্বাধীন ভাড়াটে সৈনিকদের অভ্যুত্থানের চেষ্টা গত সপ্তাহেই কড়া হাতে দমন করে পুতিনের রাশিয়া। এরপর থেকে পুতিন পঞ্চমুখ হন রাশিয়ার সৈনিকদের।

এদিকে, এই পরিস্থিতিতে ভারতীয় নিরাপত্তা জাতীয় উপদেষ্টা অজিত ডোভালকে ফোন করেন রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ। ওয়াগনার বিদ্রোহের পর দুই দেশের নিরাপত্তার বিষয়ে এই উচ্চ পর্যায়ে বৈঠক বেশ খানিকটা প্রাসঙ্গিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  

(বিস্তারিত আসছে)