Rajasthan Royals Reportedly Set To Offer Jos Buttler Multi Year Contract

নয়াদিল্লি: বেশ কয়েকদিন এক রিপোর্টে দাবি করা হয়েছিল আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির তরফে একাধিক ইংরেজ তারকাকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, বছরভর আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলির একাধিক লিগের দলগুলিতে ওই তারকারা খেলার সুযোগ পাবেন। জেসন রয়কে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জল্পনা শোনা গিয়েছিল। এবার এক রিপোর্টে দাবি করা হচ্ছে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক জস বাটলারকেও (Jos Buttler) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরফে এমন এক প্রস্তাব দেওয়া হতে পারে।

রিপোর্টে দাব করা হয়েছে, ‘ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক জস বাটলারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস চার বছরের চুক্তির প্রস্তাব দিতে চলেছে। তবে সরকারিভাবে বাটলারকে এখনও এই চুক্তি প্রস্তাব দেওয়া হয়নি এবং ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক সেই চুক্তি গ্রহণ করতে আগ্রহী কি না, সেই বিষয়েও আপাতত কোনও খবর নেই। এই চুক্তিটি ঠিক কত টাকার সেই বিষয়ে এখনও কোনওকিছু জানা যায়নি।’

২০১৮ সালে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন বাটলার। তারপর থেকে বিগত পাঁচ বছরে মোট ৭১ ম্যাচ খেলে রাজস্থানের হয়ে বাটলার পাঁচটি শতরানের পাশাপাশি ১৮টি অর্ধশতরানও হাঁকিয়েছেন। রাজস্থানের পাশাপাশি রয়্যালস ফ্র্যাঞ্চাইজির আরেক দল পার্ল রয়্যালসের হয়েও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলেন বাটলার। এই দুই ফ্র্যাঞ্চাইজি বাদেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও বার্বাডোজ রয়্যালসও একই ফ্র্যাঞ্চাইজির মালিকাধীন। তাই রয়্যালসের চুক্তি মানলে একাধিক লিগে খেলার সুযোগ থাকছে বাটলারের সামনে।

তবে এই চুক্তি ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ এই চুক্তি যে সকল ক্রিকেটাররা সই করবেন তাঁদের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য উক্ত দেশের বোর্ডকে ফ্র্যাঞ্চাইজির কাছে অনুমতি নিতে হবে। সেই সকল ক্রিকেটারকে তাঁদের দেশের চুক্তি ছাড়তে হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?