Saayoni Ghosh reaches ED office: ‘উপোস করে অসুস্থ হয়ে’ পড়লেও ED দফতরে হাজিরা সায়নীর, বললেন ‘১০০% সহযোগিতা করব’

শেষ ৪৮ ঘণ্টায় কোনওভাবেই তাঁর ‘খোঁজ’ পাওয়া যাচ্ছিল না। এমনকী তৃণমূল কংগ্রেস নেতারাও নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন যে উলটো রথের উপোস করে অসুস্থ হয়ে পড়েছেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। তবে সেই ‘অসুস্থতা’ সত্ত্বেও নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা এড়ালেন না তিনি। বরং সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় আত্মবিশ্বাসের সুরে সায়নী বলেন, ‘আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।’

আরও পড়ুন: ইডি তৈরি করে রেখেছে প্রশ্নপত্র, ‘উপোস করে দুর্বল’ সায়নীকে কোন প্রশ্নের মুখে পড়তে হবে?

(বিস্তারিত পরে আসছে)