Weather Update: সিকিম পাহাড়ে মেঘফাটা বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে পুড়বে অস্বস্তিকর গরমে

এরাজ্যে আগমনের পর থেকে কোনও অভিযোগের সুযোগ দেয়নি বর্ষা। রোজই কোথাও টানা, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ ও লাগোয়া হিমালয়ে খেল দেখাতে চলেছে বর্ষা। পূর্বাভাস অনুসারে তরাই – ডুয়ার্স, দার্জিলিং ও সিকিম পাহাড়ে বুধবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনকী সিকিমে জারি হয়েছে মেঘফাটা বৃষ্টির সতর্কতা।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে জারি পূর্বাভাসে জানানো হয়েছে, ৩০ জুন থেকে ৫ জুলাই আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় মাঝারি থেকে ভারী বা অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে জলমগ্ন হতে পারে নীচু এলাকা। পাহাড়ি এলাকায় ধস ও হড়পা বান আসতে পারে। একই সঙ্গে এই সময়ের মধ্যে সিকিমের পাহাড়ে মেঘফাটা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেক্ষা রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে অসমের শিলচর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার পূর্ব দিক স্বাভাবিকের থেকে বেশি উত্তর দিকে সরে যাওয়ায় উত্তরবঙ্গ ও হিমালয়ে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।

একই সঙ্গে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এই কয়েকদিন চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।