Manipur CM: কেন ইস্তফা দিতে চেয়েছিলেন, কেনই বা পিছু হঠলেন সিদ্ধান্ত থেকে? মুখ খুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং

অশান্ত মণিপুর নিয়ে দিল্লিতে অমিত শাহের ডাকে সর্বদলীয় বৈঠকে বিজেপি বিরোধী সব কয়টি পার্টি দাবি করেছিন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ইস্তফা। এদিকে, শুক্রবারই তিনি মণিপুরের রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার উদ্যোগ নেন। খবর হয়, তিনি ইস্তফা দিতে যাচ্ছেন। তবে সমর্থকরা তাঁর রাস্তা আটকান। পরে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন এন বীরেন সিং। প্রশ্ন রয়েছে, তিনি কেন এমনটা করতে যাচ্ছিলেন?

অশান্ত মণিপুরের দায় কার? তা নিয়ে প্রশ্ন বিরোধী শিবির থেকে উঠে আসতেই কয়েকদিন আগে ইস্তফা দিতে উদ্যত হন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেই উদ্দেশে তিনি রাজভবনের দিকে রওনাও হন। তবে পরে তিনি সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। কেন এমন পর পর পদক্ষেপ? তা নিয়ে ওঠে প্রশ্ন। তার জবাবে এদিন এন বীরেন সিং বলেন, ‘ আমি রাজ্যের কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ানো দেখেছি, বিজেপি অফিসে হামলার চেষ্টা দেখেছি।’ বীরেন সিং বলেন,’কেন্দ্র যা করেছে মণিপুরের জন্য, আমরা রাজ্যসরকার যা করেছি গত ৫-৬ বছরে মণিপুরের জন্য… আমার সন্দেহ হয়েছিল, তাহলে কি আমরা মানুষের আস্থা হারালাম? আমায় বাজারে ছোট কিছু গোষ্ঠী বাজারে গালিগালাজ করেছিল, এসব ভেবে খারাপ লাগছিল, আমার ভালো লাগছিল না। তাই আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম।’

উল্লেখ্য, পরবর্তী পর্যায়ে তিনি এক টুইটে জানান মণিপুরের এমন ‘কঠিন সময়ে’ তিনি ইস্তফা দেবেন না। এই সিদ্ধান্তের নেপথ্যেই বা বীরেন সিংয়ের কোনও উদ্দেশ্য ছিল? তার জবাবে তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন,’ জনগণের আস্থা ছাড়া একজন নেতা, কখনও নেতা হতে পারেন না। আমার ভালো লাগছে যে আমি (মুখ্যমন্ত্রীর আবাস) বের হওয়ার পর রাস্তায় প্রচুর ভিড় ছিল।’ বীরেন সিং তাঁকে আটকে দেওয়া সমর্থকদের প্রসঙ্গ তুলে বলেন,’ তাঁরা কেঁদেছিলেন এবং আমাকে তাদের বিশ্বাস দেখিয়েছিল। এটা আমার চিন্তা (সন্দেহকে) ভুল প্রমাণ করেছে কারণ জনগণ এখনও আমার সমর্থনে দাঁড়িয়েছেন। তারা আমাকে পদত্যাগ না করতে বারণ করেছেন। তাঁরা আমাকে পদত্যাগ করতে বললে আমি দেব, যদি তাঁরা আমাকে না বললে, আমি করব না।’  মণিপুর ঘিরে বেশ কয়েকদিন ধরে কাঠগড়ায় মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। যে রাজ্যে জাতিগত হিংসায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।