SAAF Championship 2023: Sunil Chhetri Not So Happy As The Indian Team Missed Plenty Of Chances To Score Against Lebanon

বেঙ্গালুরু: আন্তর্জাতিক ফুটবলে তাঁর ৯২টি গোল রয়েছে। সেই সংখ্যা শনিবারই ৯৪ হতে পারত। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri)। লেবাননের বিরুদ্ধে সাফ কাপের সেমিফাইনালে নির্ধারিত সময়ে বা অতিরিক্ত সময়ে কোনও গোল পাননি তিনি। নষ্ট হয়েছে একাধিক সহজ সুযোগ। টাইব্রেকারে ৪-২ জিতে ফাইনালে উঠেও তাই খুশি নন সুনীল।

ম্যাচ জেতার পর আত্মসমালোচনার সুর সুনীলের গলায়। বলেছেন, ‘ফাইনাল নিয়ে ভাবছি না। আপাতত হোটেলে ফিরে বিশ্রাম নেব। লেবাননের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। স্নায়ুর চাপ সামলে টাইব্রেকারে গোল করেছে ছেলেরা। তবে গোলের সুযোগ নষ্ট হয়েছে প্রচুর। তা নাহলে ম্যাচ আগেই শেষ হতে পারত।’

ম্যাচে ১২০ মিনিট কোনও গোল খায়নি ভারত। যা নিয়ে খুশি গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু। টাইব্রেকারেও লেবাননের অধিনায়কের প্রথম শটই রুখে দেন তিনি। গুরপ্রীত বলছেন, ‘গত ৫-৬ মাসে পরিশ্রমের ফল এই সাফল্য। ১২০ মিনিট গোল খাইনি। টাইব্রেকারে নিশানায় অভ্রান্ত ছিল আমাদের ছেলেরা।’

সাফ চ্যাম্পিয়নশিপের ভারত-লেবানন নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। অতিরিক্ত সময়েও কোনও গোল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আর সেখানেই কাজে এল সুনীলের অভিজ্ঞতা (India vs Lebanon)। ঠান্ডা মাথায় প্রতিপক্ষ গোলকিপারকে উল্টো দিকে ফেলে গোল করলেন সুনীল। প্রথমেই ১-০ এগিয়ে যায় ভারত। অন্যদিকে, লেবাননের হয়ে প্রথম শট নিতে এসেছিলেন তাদের অধিনায়ক হাসান মাতুক। কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দুরন্ত সেভ করেন গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু। ভারতের হয়ে এরপর গোল করেন আনোয়ার আলি, মহেশ সিংহ ও উদান্তা সিংহ। লেবানন চতুর্থ শট থেকেও গোল করতে ব্যর্থ হয়। পঞ্চম শট নেওয়ার আর প্রয়োজনই পড়েনি। ৪-২ গোলে লেবাননকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত।

ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারত ও লেবানন প্রায় গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে। মাঠের পারফরম্যান্সেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপে গ্রুপ পর্বে দুই দেশের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ফাইনালে অবশ্য লেবাননকে ২-০ গোলে হারিয়ে দেয় ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হল। তবে শুরু থেকেই ম্যাচে দাপট ছিল ভারতের। লেবানন প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল। 

 


 

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial