Sayani Ghosh: জিজ্ঞাসাবাদের সময় কি কারও নাম বলার জন্য তাঁকে চাপ দিয়েছে ED? কী বললেন সায়নী

জিজ্ঞাসাবাদের সময় ইডির তদন্তকারীরা তাঁর ওপর কোনও চাপ তৈরি করেননি। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। এদিন তিনি ফের বলেন, আমাকে যতবার ডাকবে ততবার যাব।

সায়নী বলেন, ‘আমার কাছে খুবই মামুলি কয়েকটি নথি চাওয়া হয়েছিল। সেই সব নথি খতিয়ে দেখে তদন্তকারীরা আমাকে কিছু প্রশ্ন করেন, কয়েকটি জিনিসের ব্যাখ্যা চান। আমাকে বলেন, আরও কয়েকটি নথি জমা দিতে হবে’।

সায়নী জানান, ‘তদন্তকারীদের আচরণ নিয়ে আমার কিছু বলার নেই। ১১ ঘণ্টা ধরে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাকে কোনও কিছুর জন্য চাপ দেওয়া হয়নি’।

তিনি তদন্তে সহযোগিতা করতে তৈরি, একথা জানিয়ে জানিয়ে সায়নী বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ তদন্ত। এর সঙ্গে লক্ষ লক্ষ যুবর ভবিষ্যৎ জড়িয়ে। আমাকে যদি তদন্তে সহযোগিতা করতে বলা হয় আমি অবশ্যই করব। আমাকে ৫ তারিখে ডেকেছে। যদি আরও ৫ বার ডাকে আরও ৫ বার যাব। আমার তো লুকানোর কিছু নেই’।

নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে সায়নীকে ১১ ঘণ্টা জেরা করেন ইডির গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন সায়নী। যদিও কুন্তলের অভিযোগ সায়নী অস্বীকার করেছেন বলে খবর। সায়নীকে তাঁর ফ্ল্যাট ও তাঁর ঋণের নথি নিয়ে বুধবার ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছেন গোয়েন্দারা। সঙ্গে তাঁকে তাঁর আয়ের উৎস জানাতে বলা হয়েছে। তবে ইডির জেরার পরেও শনিবার নিজেকে যথেষ্ট প্রত্যয়ী দেখানোর চেষ্টা করেছেন সায়নী।