Tripura rath yatra accident: কীভাবে হাইভোল্টেজ তারের সংস্পর্শে এসে ত্রিপুরায় রথ দুর্ঘটনা? তদন্ত কমিটি ইসকনের

ত্রিপুরায় রথযাত্রায় বৈদ্যুতিক শকে মৃত্যুর দুর্ঘটনায় অভ্যন্তরীণ কমিটি তদন্ত গড়বে ইসকন। চলতি সপ্তাহে উনাকটি জেলার ইসকনের রথযাত্রায় বৈদ্যুতিক শকে মারা যান সাতজন। মৃতদের মধ্যে দুজন শিশুও ছিল। এছাড়াও ওই দুর্ঘটনায় আহত হন ১৬ জন। দুর্ঘটনার দিন প্রভু জগন্নাথের রথ হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই তড়িতাহত হয়। এর ফলে রথের সংস্পর্শে থাকা ব্যক্তিরা মুহূর্তের মধ্যে তড়িতাহত হন। প্রসঙ্গত, অভ্যন্তরীণ তদন্ত শেষ হলে নতুন করে কিছু নির্দেশিকা প্রকাশ করা হবে। আগামদিনে এমন বিপদ এড়াতে সেই নির্দেশিকা কার্যকর করবে ইসকন কর্তৃপক্ষ। শনিবার মন্দির কর্তৃপক্ষের তরফে সংবাদ মাধ্যমকে এমনটাই জানানো হয়েছে। 

আরও পড়ুন: বর্ষা-গরমের ভ্যাপসা আবহাওয়ায় ত্বকের যত্ন নেবেন কীভাবে, রইল সেরা ৫ উপায়

আরও পড়ুন: রাতেই অক্সিজেন ত্যাগ করে এই গাছগুলি, নাম জানলে আজই টবে লাগাবেন

গত বুধবার ছিল উলটোরথ। ওই দিন কুমারগড়ে এসে রথের চূড়া লেগে যায় হাইভোল্টেজ তারের সঙ্গে।‌ তারপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। শনিবার ত্রিপুরা ইসকনের সহ-সভাপতি শ্রীধাম গোবিন্দ দাস সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, তিনি ইতিমধ্যেই ওই স্থান ঘুরে এসেছেন। মৃতদের পরিবারের সঙ্গে কথাও বলেছেন। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রীধাম গোবিন্দ দাস। এর পাশাপাশি তিনি বলেন, খুব শিগগির রথযাত্রা পরিচালনার ব্যাপারে কিছু নির্দিষ্ট নির্দেশিকা আনা হবে। কারণ এমন ঘটনা যে কোনও জায়গায় ঘটতে পারে। ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশের তরফে এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। চেষ্টা চলছে দুর্ঘটনার সঙ্গে জড়িত দোষীদের খুঁজে বার করবার। 

কুমারগড় থানার ওসি শংকর দাস ইতিমধ্যেই জানিয়েছেন, আয়োজকরা ওই দিন নির্ধারিত পথ মেনে চলেননি। উলটোরথের দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায়। এছাড়াও ওই দলটি নিহতদের পরিবারের লোকদের সঙ্গেও দেখা করেছেন।‌ উলটো রথের দুর্ঘটনার জেরে রাজ্য জুড়ে শোকের আবহ রয়েছে।