বিশ্বকাপের আগে স্বেচ্ছায় ছাড়তে হবে এই কাজ! রাজ্য সংস্থাগুলিকে সাফ নির্দেশ বোর্ডের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের (World Cup 2023) সূচি ঘোষণা হয়ে গিয়েছে গত মঙ্গলবার। ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নিয়েছে বিসিসিআই। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ (Ahmedabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), ধরমশালা (Dharamsala), দিল্লি (Delhi), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai) ও পুণেতে (Pune)। তিরুঅনন্তপুরম (Trivandrum) ও গুয়াহাটিতে (Guwahati) হবে গা ঘামানোর ম্যাচগুলি। আইসিসি সূচি ঘোষণা করার আগের দিনই বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah) সকল রাজ্য সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকে উপস্থিত সকল প্রতিনিধিদের কাছে জয় অনুরোধ করেন যে, বিশ্বকাপের আগে যেন আর কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচ তাঁরা আয়োজন না করেন।

আরও পড়ুন: ICC ODI World Cup 2023: বাবররা ভারতে বিশ্বকাপ খেলতে চান, সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি পিসিবি-র!

জয় শাহ বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের বৈঠক চলাকালীন, আমি বিশ্বকাপের ম্যাচগুলির সুষ্ঠু বন্টন নিশ্চিত করার জন্য একটি সমাধানের প্রস্তাব দিয়েছিলাম। আমি অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাদে (যাদেরকে প্রস্তুতি ম্যাচগুলি বরাদ্দ করা হয়েছিল) সবাইকে অনুরোধ করেছিলাম তারা যেন, স্বেচ্ছায় আসন্ন দ্বিপাক্ষিক ওয়ানডে মরসুমের ম্যাচ আয়োজন থেকে বিরত থাকে। যে সব রাজ্য সংস্থাগুলি দুর্ভাগ্যজনক ভাবে বিশ্বকাপের ম্যাচ পায়নি তারা যেন এই ম্যাচগুলি পায়।’

বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরেই, চূড়ান্ত সমালোচিত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিযোগ উঠেছিল যে, ঐতিহ্যবাহী একাধিক রাজ্য সংস্থাগুলিকে বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়নি! মোহালি (১৯৯৬ ও ২০১১ সালের সেমিফাইনালের আয়োজন করেছিল), ইন্দোর, রাজকোট, রাঁচি ও নাগপুর কোনও ম্যাচ পায়নি। একাধিক রাজ্য সংস্থা ব্রাত্য থাকায় সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস। ট্যুইট করেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সকেত গোখেল ও কংগ্রেস নেতা শশী থারুর। সেই ১৯৯৬ থেকে মোহালিতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সব ম্যাচ হয়ে আসছে। দেখলে গেলে মোহালির ম্যাচ না পাওয়া কার্যত চমকে দেওয়ার মতো ঘটনা। মোহলিকে ব্রাত্য করে রাখায় স্বভাবতই ফুঁসছেন পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং মিত হায়ের। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপেই, পঞ্জাবের মোহালিকে বিশ্বকাপের আয়োজক শহর থেকে বাদ দেওয়া হয়েছে। পঞ্জাব সরকার এই নিয়ে বিসিসিআই-এর সঙ্গে কথা বলবে।’ বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা সাফ জানিয়ে দিয়েছিলেন যে, যারা ম্যাচ পায়নি, তাদের মাঠ আইসিসি-র মানদণ্ড স্পর্শ করেনি। 

আরও পড়ুন: Shikhar Dhawan: রোহিত নন, মেগাফাইটে ক্যাপ্টেন ধাওয়ান! বোর্ডের বিরাট ঘোষণা শুধু সময়ের অপেক্ষা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)