মহুয়া মৈত্রের গাড়ির ধাক্কায় আহত শিশু, সাংসদ নিজেই তাকে নিয়ে ছুটলেন হাসপাতালে

মহুয়া মৈত্রের গাড়ির ধাক্কা আহত হল এক শিশু। মহুয়া নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কৃষ্ণনগর হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। তার সঙ্গে হাসপাতালে রয়েছেন মহুয়াও।

(পড়তে পারেন। Freak accidental death-অজয়নগরে শিঙাড়া খেতে গিয়ে গরম তেলে শরীর ঝলসে মৃত্যু বৃদ্ধের)

পঞ্চায়েত ভোট কার্যত শেষ লগ্নে এসে পৌঁছেছে। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। এ দিন ছিল শেষ রবিবারের প্রচার। স্বাভাবাকি ভাবে ব্যস্ততাও ছিল চূড়ান্ত। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী,  অন্য দিনের মতো রবিবার দলের কাজে বেরিয়েছিলেন মহুয়া মৈত্র। বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা হয়। 

জানা গিয়েছে, করিমপুরের কাঁঠালিয়া এলাকায় মহুয়ার গাড়ি ধাক্কা মারে এক শিশুকে। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে সে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ছোটেন। তাকে নিয়ে করিমপুর হাসপাতালে যান। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে থেকে তাকে নিয়ে সাংসদ রওনা দেন কৃষ্ণনগর হাসপাতালে। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালেই রয়েছেন।

(পড়তে পারেন। টাস্ক ফোর্স তো সোমবার থেকে মাঠে নামবে, শাক-সবজির দাম কমবে কি?)

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।  তবে সাংসদের ভূমিকায় আপ্লুত স্থানীয় বাসিন্দারা। তারা সকলেই চাইছেন শিশুটির সুস্থতা। দুর্ঘটনার পর নিজেই শিশুটিকে নিয়ে হাসপাতালে ছোটেন মহুয়া। যা দেখে সাংসদকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।