Baltimore Shooting: রবিবারের পার্টির আসরে বন্দুকবাজের তাণ্ডব! মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে মৃত ২, আহত ২৮

রবিবার এক ব্লক পার্টিতে আচমকা গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে। সেখানে বন্দুকবাজের গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৮ জন এই বন্দুকবাজের গুলিতে আহত হয়েছেন। সপ্তাহান্তে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

জানা গিয়েছে, আহত ২৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাল্টিমোর পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওয়ার্লি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে একটি সংবাদ সম্মেলনে মোট ৩০ জন নিহত হয়েছেন। শহরের দক্ষিণাংশে ব্রুকলিন হোমসে ব্লকপার্টি চলাকালীন এই ঘটনা ঘটে গিয়েছে বলে জানা গিয়েছে। ব্লাক পার্টি যখন শেষ পর্যায়ে, তখন রাত ১২.৩০ নাগাদ গুলি চলে। জুলাই মাসের চতুর্থ ছুটির দিন হিসাবে সেখানে চলছিল একটি পার্টি। একই গোষ্ঠীভূক্তদের জমায়েত ঘিরে ছিল এই বিশেষ পার্টি। আর তাতেই চলতে থাকে এলোপাথারি গুলি। নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। পরে জানা গিয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। ২৮ জন ওই গুলি চালনায় পর পর আহত হতে থাকেন। এদিকে, কানসাসে এক গুলি চালনার ঘটনায় ৭ জন আহত হয়েছেন। আরও ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই ঘটনা ঘটেছিল নাইটক্লাবে।

এদিকে, জানা গিয়েছে, বাল্টিমোরে গুলি চালনার ঘটনায় আহত সকলেই প্রাপ্ত বয়স্ক। আহতদের মধ্যে ৯ জনকে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চোট ছিল গুরুতর। ঘটনাস্থলেই এক প্রাপ্ত বয়স্ক ১৮ বছর বয়সীকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও পরে আরও এক ২০ বছর বয়সীকে মৃত বলে ঘোষণা করা হয়। কোনও মতেই দোষীদের ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন মেয়র ব্র্যান্ডল স্কট। তিনি বলেন, ‘যারাই এই কাণ্ড ঘটিয়েছে, তারা কান খুলে শুনে নাও। যতক্ষণ না পর্যন্ত তোমাদের ধরছি, ততক্ষণ ছাড়ব না।’ তবে ঘটনার পর পরই কোনও গ্রেফতারি হয়নি বলে জানা গিয়েছে। হত্যাকারীর কোনও খবর যদি কারোর কাছে থাকে, তাহলে তাঁরা প্রশাসনের সঙ্গে যেন দেখা করেন, এই বার্তা দিয়েছেন স্কট।