Rajya Sabha Election BJP Candidates: রাজ্যসভার ১ আসনে বিজেপির প্রার্থী কে? তিন নাম নিয়ে চলছে চর্চা

রাজ্যে রাজ্যসভার ৭ আসনে নির্বাচন হবে পঞ্চায়েত ভোট মিটলেই। ৭টির মধ্যে ৬টি আসনে নির্বাচন হবে সাংসদের মেয়াদ ফুরোনোর জন্য। অঙ্কে হিসাবে এর মধ্যে একটি আসন বিজেপির দখলেই যাচ্ছেয ওই আসনটিতে কাকে প্রার্থী করা হবে তা নিয়েই গেরুয়া শিবিরে শুরু হয়েছে চর্চা।

(পড়তে পারেন। Rajya Sabha Election TMC Candidates: রাজ্যসভার নির্বাচনে প্রার্থীতে থাকছে তৃণমূলের চমক, যোগ–বিয়োগে কারা কোথায়?)

বিজেপি সূত্রে খবর, ওই আসনটি প্রার্থী হিসাবে একাধিক নাম উঠে আসছে। তবে তালিকায় প্রথমে রয়েছে প্রাক্তন বিজেপি সংসাদ স্বপন দাশগুপ্তের নাম। এর আগে তিনি রাষ্ট্রপতি দ্বারা মনোনিত হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। পরে সাংসদ পদ ছেড়ে বিধানসভা নির্বাচনে দাঁড়ন। কিন্তু হেরে গেলে ফের আবার রাজ্যসভা ফিয়ে যান। সেই মোদী ও অমিত শাহ ঘনিষ্ঠ স্বপন দাশগুপ্তকেই ফের রাজ্যসভায় পাঠানো হতে পারে। তবে এ নিয়ে প্রাথমিক ভাবে বিরোধী দলনেতা ও পরিষদীয় দলেরই মতামত বেশি গুরুত্ব পাবে।

বিজেপি সূত্রে খবর, প্রার্থী হিসাবে উত্তরবঙ্গের একজনের নামও উঠে আসছে। এমনিতে ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। তাই উত্তরবঙ্গ থেকে কোনও ‘অরাজনৈতিক’ ব্যক্তিকে দাঁড় করাতে পারে বিজেপি। সে ক্ষেত্রে অনন্ত মহারাজের নাম উঠে আসছে। বিভিন্ন সময় তিনি বিজেপিকে নানা ইস্যুতে সমর্থন জানিয়েছেন। কিন্তু কাঁটা হল, তাঁর রাজ্য ভাগের দাবি। তাই অনন্ত মহারাজকে যদি মনোনয়ন দেওয়া হয়, তবে সেই বিতর্ক আবার নতুন করে মাথা চড়া দিতে পারে।

এ ছাড়া আরও একটি নাম এই নিয়ে চর্চায় আসছে, তিনি হলে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। লোকসভায় ঘাটালে তৃণমূলের দেবের বিরুদ্ধে প্রার্থী হয়ে হেরে যান তিনি। গত বিধানসভা নির্বাচনেও তিনি প্রাক্তন আইপিএস হুমায়ূন কবীরের বিরুদ্ধে ডোবরা থেকে লড়ে হেরে যান। তবে তিনি এখনও সক্রিয় হয়ে মাঠেঘাটে নেমে দলের কাজ করছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, তাঁকে প্রার্থী করার বিষয়ে খুব একটা আপত্তি নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে শেষ পর্যন্ত কাকে প্রার্থী করা হবে ওই একটি আসনে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড।

তবে যা জানা যাচ্ছে, একজন প্রার্থীকে জিতিয়েও ২৮ টি ভোট হাতে থাকবে। সেক্ষেত্রে আর একটি আসনে প্রার্থী দেওয়া সম্ভব কিনা তা নিয়ে চর্চা চলছে। যদিও যে ভোট পড়ে থাকবে গেরুয়া শিবিরের হাতে, তা দিয়ে ওই প্রার্থীকে জেতানো সম্ভব নয়। তবু রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য প্রার্থী করা হতে পারে। সেক্ষেত্রে বিজেপি যদি প্রার্থী দেয় তবে ষষ্ঠ আসনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।