US weekend travel disruption: ‘ভারতে আসতে ৯৬ ঘণ্টা লাগল’, ৫ বছর পর আমেরিকা থেকে ফেরার সময় ভয়াবহ হাল বাঙালির

সামনেই আমেরিকার স্বাধীনতা দিবস (৪ জুলাই)। সেই ছুটির জন্য আকাশপথে যাতায়াতের জন্য প্রবল চাপ বেড়েছে। কিন্তু বিরূপ আবহাওয়ার জেরে আমেরিকার বিভিন্ন প্রান্তে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। অনেক বিমান দেরিতে চলছে। বাতিল করা হয়েছে অসংখ্য বিমান। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট অ্যাওয়ারের তরফে জানানো হয়েছে যে গত ২৪ জুন থেকে ২৯ জুনের মধ্যে প্রায় ৪৩,০০০ বিমান দেরিতে চলেছে। ৭,৭০০-র বেশি বিমান বাতিল করে দেওয়া হয়েছে। তার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন প্রচুর যাত্রী। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বাঙালি সম্রাট ঘোষ। পরিবারের সঙ্গে প্রায় পাঁচ বছর পর ভারতে আসার সময় চরম ভোগান্তির মুখে পড়েন। প্রায় ৯৬ ঘণ্টা পর পৌঁছাতে পারেন ভারতে।

আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!

সম্রাট জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে চার্লট থেকে আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্কগামী বিমানের বোর্ডিং প্রক্রিয়া নির্ধারিত সময়ের ২০ মিনিট পরে শুরু হয়েছিল। ৪০ মিনিট দেরিতে উড়েছিল সেই বিমান। খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার জন্য নিউ ইয়র্কে অবতরণের সময় আরও এক ঘণ্টা দেরি হয়েছিল। যত দেরি হচ্ছিল, তত রক্তচাপ বাড়ছিল। কারণ নিউ ইয়র্কে অবতরণের ৩০ মিনিট পরেই দোহার কানেক্টিং বিমান ছিল।

আরও পড়ুন: ‘এবার এদেশে বসেই H1B ওয়ার্ক ভিসা রিনিউ করা যাবে,’ USA-তে ধামাকা ঘোষণা PM Modi-র

সেই পরিস্থিতিতে নিউ ইয়র্কে নেমেই দোহার বিমান ধরতে দৌড়ান সম্রাটরা। কিন্তু বোর্ডিং গেটে এসে নয়া বিপত্তির মুখে পড়েন। সম্রাট জানান, শার্লটে ঠিকভাবে চেক-ইন না করায় দোহাগামী বিমানের টিকিট অন্য যাত্রীদের বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানায় উড়ান কর্তৃপক্ষ। তার জেরে মাথায় হাত পড়ে যায়।  

সম্রাটের কথায়, ‘তিতিবিরক্ত হয়ে আমরা আমেরিকার গেস্ট সার্ভিসে যাই। সেখানে এক কাউন্টার থেকে অপর এক কাউন্টারে পাঠানো হতে থাকে। শেষপর্যন্ত আমরা জানতে পারি যে দু’দিন পরে দোহাগামী কোনও বিমানে আসন ফাঁকা আছে। ইচ্ছা না থাকলেও আমরা নিউ ইয়র্কে একটি হোটেলে বুকিং করতে বাধ্য হই আমরা। সেইসময় ওই শহরে ঘুরে বেড়াই। শেষপর্যন্ত রবিবার রাতে দোহার উদ্দেশে রওনা দিই। তখনও একপ্রস্থ দেরি হয়।’

এখনই মিলবে না মুক্তি 

তবে একই সেই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলে মত সংশ্লিষ্ট মহলের। বুকিং অ্যাপ হুপার ডটকমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২৯ জুন থেকে যে ছুটি শুরু হয়েছে, তা ৫ জুলাই পর্যন্ত চলবে। সেইসময় ২৪ মিলিয়ন যাত্রী আকাশপথে যাতায়াত করবেন। কিন্তু ঝড়ের পূর্বাভাস থাকায় আকাশপথে যাতাযাতের ক্ষেত্রে সমস্যা চলবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।