Vegetables Price Hike: টাস্ক ফোর্স তো সোমবার থেকে মাঠে নামবে, শাক-সবজির দাম কমবে কি?

বাজারে শাক-সবজির দাম নিয়ন্ত্রণ করতে সোমবার থেকে বাজারে বাজারে ঘুরবে টাস্ক ফোর্স। এই মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে বৈঠক করে টাস্ক ফোর্সকে বাজারে নামাতে। সেই নির্দেশই সংশ্লিষ্ট দফতরগুলিকে জানিয়েছে দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। সোমবার সকাল থেকেই বড় বড় বাজারগুলোতে যাবে টাস্ক ফোর্স। তবে এতে কি দাম কমবে সর্বত্র? তা নিয়েই প্রশ্ন ক্রেতাদের।

রবিরারের বাজার দর

রবিবার যে সবজিগুলির দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে তার মধ্যে প্রথমে রয়েছে লঙ্কা। এদিন বাজারে লঙ্কার দাম ছিল ৩৫০ টাকা প্রতিকেজি। লঙ্কার সঙ্গে আদাও বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৫০টাকা দরে। অথচ বছরের এই সময়ে আদার দর থাকে ১৫০-২০০ টাকার মধ্যে। অন্য দিকে কেজিপ্রতি বেগুন ১৫০টাকা, ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা, শশা ১০০টাকা। দোকনদার বলছেন, কিছু কিছু সবজি বিক্রি করে লাভ রাখাই দায় হয়ে পড়েছে। কেউ কেউ দাম শুনে ব্যাগ গুটিয়ে চলে যাচ্ছেন। কিছু কিছু সবজির ক্ষেত্রে একদিনে ১০ থেকে ২০টাকা দাম বেড়েছে।

‘সুফল বাংলা’র সুফল চান সব ক্রেতারা

মুখ্যমন্ত্রীর নির্দেশের সোমবার থেকে সুফল বাংলার স্টল বিভিন্ন জায়গায় থাকবে। এই স্টলে বাজার দরের তুলনায় প্রতিকেজিতে অন্তত ৮-১০টাকা কম দরে সবজি মিলবে। সুফল স্টলে টম্যাটে মিলবে প্রতিকেজি ৮৯টাকায়, করলা ৬৫টাকায়, পটল ২৩টাকা , বেগুন ৭০টাকা, ঢেঁড়শ ৪৫ টাকায় পাওয়া যাবে। কিন্তু ক্রেতাদের প্রশ্ন সর্বত্র কি এই সুফল বাংলার স্টল মিলবে? নাকি বাছাই কিছু জায়গায় পাওয়া যাবে। বরানগরের আলমবাজারে বাজার করতে আসা এক ক্রেতার কথা, ‘আমরাও তো সুফল বাংলার সুফল নিতে চাই কিন্তু পাব কি?’

দাম নিয়ে সরব বিরোধীরাও

শাক-সবজির দাম বৃদ্ধি নিয়ে সবর হয়েছে বিরোধীরাও। রবিবার বিরোধী দলনেতা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন,’আনাজের দাম নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী ঘটা করে টাস্ক ফোর্স গঠন করেছিলেন। যার উদ্দেশ্যে হল হঠাৎ করে বাজারে আনাজপাতি দাম বেড়ে গেলে তার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, কিন্তু আদতে তার প্রতিফলন কোথাও দেখা যায় না।’ একই সঙ্গে সুফল বাংলায় তুলনামূলক কমদামে আনাজ বিক্রি নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেন, ‘হাটেবাজারে আগুন। আর উনি লোক দেখানো পদক্ষেপ করে আনাজের দাম সুফল বাংলার বিপণিতে কমাচ্ছেন। এর প্রভাব ৫ শতাংশ মানুষের উপরও পড়ে না।’

এর পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। সুজাপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য আনাজের নিয়ে বিজেপি চিৎকার করছে, অথচ বিজেপি শাসিত দেশে দিনের পর দিন গ্যাসের দাম বেড়ে চেলেছে।

কেন দাম বাড়ছে?

দাম বৃদ্ধি নিয়ে নানা যুক্তি উঠে আসছে। প্রশাসন বলেছে, অতিরিক্ত গরমে অনেক সবজির ফলন কম হয়েছে। ব্যাহত হয়েছে লঙ্কার চাষ। এর প্রভাব দামে পড়েছে। এ ছাড়া বৃদ্ধির কারণ হিসাবে মনে করা হচ্ছে একাংশের ফড়েরা বেআইনি ভাবে মজুত করছে। সেকারণে দাম বাড়ছে শাক-সবজির। আর তাই মজুতদারদের ধরতে টাস্ক ফোর্সকে সক্রিয় হতে বলা হয়েছে।

মুক্তি খুঁজছে মধ্যবিত্ত

আনাজপাতির এই আকাশছোঁয়া দামের থেকে মুক্তি খুঁজছেন সবাই। অতিরিক্ত দামের ফলে কম পরিমাণ বাজার করছেন অনেকে। বাজারে গিয়ে দেখা গেল বেশ কিছু বিক্রেতা দামি সবজি রাখছেন না। তুলনামূলক কম দামের আনাজপাতিতে পসরা সাজিয়েছেন। ক্রেতাদের কথায়, টাস্ক ফোর্স তো নামছে দাম কি কমবে? কতটা?