Argentina World Cup Winning Goalkeeper Emiliano Martinez Meets Bangladesh PM Sheikh Hasina, Thanks Bangladesh Fans

ঢাকা: বিশ্বকাপের সময় বাংলাদেশ জুড়ে আর্জেন্তিনা (Argentina) ফুটবল দলের সমর্থন অন্য মাত্রায় পৌঁছেছিল। অভিভূত আর্জেন্তিনা ফুটবল সংস্থা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রত্যেক পোস্টে বাংলাদেশের বিভিন্ন সমর্থককে ট্যাগ পর্যন্ত করত।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ় (Emiliano Martinez) ঢাকায় গেলেন। এবং তাঁকে ঘিরে প্রবল উন্মাদনা দেখল পদ্মাপারের দেশ। যদিও সাধারণ মানুষের মার্তিনেজ় দর্শনের সুযোগ হয়নি। তা নিয়ে হাহুতাশও চলল। বিকেলে ঢাকা থেকে কলকাতায় পৌঁছে গেলেন লিওনেল মেসির সতীর্থ।

ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন গোল্ডেন গ্লাভস জয়ী তারকা। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেন মার্তিনেজ়। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফুটবল বিশ্বকাপজয়ী তারকার ভূয়সী প্রশংসা করেন। হাসিনা বলেন, ‘আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্তিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।’ শেখ হাসিনা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বাংলাদেশীরা এই খেলার বিশেষ অনুরাগী। তাঁর পরিবার ক্রীড়াপ্রেমী পরিবার বলেও উল্লেখ করেন হাসিনা।

বাংলাদেশে আর্জেন্তিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ়। তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব আনন্দিত। ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগ দেখে খুশি। আমি বাংলাদেশের বাজপাখি।’

কাতারের মাটিতে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ফাইনালে ফ্রান্সের ফুটবলারদের স্বপ্নভঙ্গ ঘটিয়েছিল তাঁর দুই হাত। বিশ্বকাপ জিতে লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছিল। আর গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন তিনি।

 


আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার সেই এমিলিয়ানো মার্তিনেজ় সোমবার বিকেলে পৌঁছে গেলেন কলকাতায়। তাঁকে দেখতে কলকাতা বিমানবন্দরে উপচে পড়ল ভিড়। বাংলাদেশ থেকে কলকাতায় পা রেখে বাইপাসের ধারে হোটেলে উঠেছেন মার্তিনেজ়। মঙ্গল ও বুধবার কলকাতায়, রিষড়ায় একাধিক কর্মসূচি রয়েছে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপারের। মোহনবাগান ক্লাবে ও মিলন মেলা প্রাঙ্গনেও তাঁর অনুষ্ঠান রয়েছে। মার্তিনেজ মঙ্গলবার বিকেলে হাজির হবেন মোহনবাগান মাঠে। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন তিনি। এছাড়া মোহনবাগানের কর্মসমিতির সদস্যদের সঙ্গে দেখা করবেন। মোহনবাগান ক্লাবের গেট উদ্বোধন করবেন মার্তিনেজ়। তাঁর হাতে তুলে দেওয়া হবে মোহনবাগান রত্ন স্মারক। পরের দিন তিনি যাবেন হুগলির রিষড়ায়।

আরও পড়ুন: ABP Exclusive: প্রথম ভারতীয় হিসাবে ইন্দোনেশিয়া লিগ খেলছেন, এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনই সংকল্প স্বস্তিকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial