Diamond Ring: হিরের আংটি চুরি করেও কেন ছুড়ে ফেললেন মহিলা! কমোড-পাইপলাইন খুলে উদ্ধার ৫০ লাখের রিং, আসলে কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত দাঁতের ডাক্তারের চেম্বার থেকে। ঘটনা পরম্পরা শুনে কোনও ফিল্মের গল্পের মতোই টানটান লাগতে পারে। তবে ওই ঘটনা পরম্পরার শেষটা অতি অদ্ভূত! ঘটনাস্থল হায়দরাবাদ। সেখানের বানজারা হিলসের বাসিন্দা এক মহিলা এক ডাক্তারের চেম্বারে দাঁতের সমস্যা নিয়ে গিয়েছিলেন। হাতে ছিল হিরের আংটি। চিকিৎসককে দেখানোর সময় তিনি আংটি খুলে রেখেছিলেন টেবিলে। আসল ঘটনা সেখান থেকেই শুরু।

বানজারা হিলসের নরেন্দ্র কুমার আগরওয়ালের পুত্রবধূ গিয়েছিলেন ডাক্তারের চেম্বারে। সেখানে দাঁতের চিকিৎসার সময় তিনি হিরের আংটিটি খুলে রেখে দেন টেবিলে। এরপর যেরকম চিকিৎসা চলে, সেরকম চলেছে। এরপর ঘটল আসল কাণ্ড। টেবিলে ৫০ লাখ টাকা মূল্যের হিরের আংটি ভুলে ফেলে রেখেই চলে গিয়েছিলেন ওই মহিলা। এদিকে, তারপর টেবিলের পাশ দিয়ে যাচ্ছিলেন আরও এক মহিলা। তিনি হিরের আংটি দেখতে পেয়ে লোভ সামলাতে পারেননি। বুঝে গিয়েছিলেন এর দাম কত হতে পারে। চুপচাপ ওই হিরের আংটি নিজের পার্সে ভরে ফেলেন দ্বিতীয় মহিলা। 

এদিকে, প্রথম মহিলা বাড়ি ফিরে দেখেন আংটি হাওয়া। পরে খোঁজ শুরু হয়। এদিকে, দ্বিতীয় মহিলা আংটি সঙ্গে নেওয়ার পর থেকেই টেনশনে ভুগছিলেন। শেষে ভয়ে তিনি বাথরুমে চলে যান। আর ওই আংটিটি কমোডে ফেলে দেন। ভয়ে পেয়েছিলেন যদি তাঁকে পুলিশে ধরে ফেলে! তবে কমোডে ছুড়ে ফেলেননি। বরং টিস্যু পেপারে মুড়ে তা কমোডে ফেলে দেন তিনি। এরপর প্রছম মহিলা মনে করতে থাকেন, শেষবার আংটি কোথায় রেখেছিলেন তিনি। সেই সূত্র ধরে মনে পড়ে যায় ডাক্তারের চেম্বারের কথা।

এরপরই প্রথম মহিলা ডাক্তারের চেম্বারে গিয়ে দেখেন সেখানে আংটি নেই। সর্বত্র খোঁজ করেও, কোনও লাভের লাভ হয় না। আর থাকতে না পেলে তিনি পুলিশের দ্বারস্থ হন। জুবিলি পুলিশ স্টেশনে দায়ের হয় অভিযোগ। পদক্ষেপ করে পুলিশ। শুরু হয় তদন্ত। এরপর ক্লিনিকের সিসিটিভি ক্যামেরা চেক করে পুলিশ। খোঁজ করা হয় নানান জিনিসের। স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ক্লিনিকের এক মহিলা জানান, তিনি হিরের আংটি কমোডে ফেলেছেন। পুলিশ শেষমেশ কমোড খুলতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে ডাকে। খোলা হয় কমোড, পাইপলাইন। সব শেষে খুঁজে পাওয়া যায় ওই হিরের আংটি। কমোডের সংলগ্ন পাইপলাইন থেকে তা পাওয়া যায়। কমোডের জলের পাইপলাইন থেকে পাওয়া যায় আংটি। পুলিশ দ্বিতীয় মহিলাকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।