Gehlot Vs Pilot: রাজস্থানে গেহলট-পাইলট সংঘাত মেটাতে এবার কংগ্রেসের তুরুপের তাস এই বর্ষীয়ান নেতা, ভোটের আগে বড় পদক্ষেপ

ভোট আসছে। এদিকে, রাজস্থানে কংগ্রেসের প্রধান মাথাব্যথা হয়ে উঠছে সচিন পাইলট বনাম বর্ষীয়ান নেতা ও মুখ্যমন্ত্রী অশোক গেহলট সংঘাত। কিছুতেই হাইকমান্ড চেষ্টা করেও রাগ, ক্ষোভ, অভিযোগ, পাল্টা অভিযোগের বরফ গলাতে পারছে না রাজস্থানে। এদিকে, বিধানসভা ভোটের আগে, সচিন কার্যত বেশ কয়েকটি মিছিলে ‘একলা চলো রে’র হুঙ্কার দিয়ে দিয়েছেন। সেই পরিস্থিতিতে তাঁর নতুন পার্টি গড়ার জল্পনাও রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় কংগ্রেস বর্ষীয়ান নেতা হরিশ চৌধুরীকে এই সংঘাত মেটানোর দায়িত্ব দিয়েছে।

অশোক গেহলট আর সচিন পাইলটের মধ্যে সংঘাত মেটাতে কংগ্রেসের তরফে হরিশ চৌধুরীকে পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বরে ভোট রাজস্থানে। তারপর বছর ঘুরলেই ২০২৪ লোকসভা ভোট। ফলে সেক্ষেত্রে বিজেপি ও কংগ্রেস দুই পক্ষের লিটমাস টেস্ট এই মরুরাজ্যের ভোট। এদিকে, কংগ্রেসের কোন্দল মিটতে চাইছে না অশোক বনাম সচিন সংঘাত ঘিরে। ২০১৮ সালে রাজস্থানে কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে তিন জন ইনচার্জ রেখেছে কংগ্রেস। সেই তিন জন হলেন, অজয় মাকেন, সুখবিন্দর রনধাওয়া, অবিনাশ পান্ডে। তবে তাঁদের মতো বর্ষীয়ান নেতারাও সমস্যার সমাধান করতে পারছেন না। যাতে গেহলট-পাইলট মুখোমুখি বৈঠক ফের হয়, তার জন্য হরিশ চৌধুরীর নেতৃত্বে একটি বৈঠক ডাকতে পারে কংগ্রেস। সেখানে দুই নেতার মনোমালিন্য কাটিয়ে ওঠানোর জন্য আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।

(পাতে ভাত আর রুটি একসঙ্গে নিয়ে খাচ্ছেন? এই খাদ্যাভ্যাস আদৌ কি স্বাস্থ্যের পক্ষে ভালো!)

উল্লেখ্য, পঞ্জাব কংগ্রেসের সাধারণন সম্পাদক হরিশ চৌধুরী। রাজস্থানের এক কংগ্রেস নেতা বলছেন, ‘সমস্যার সমাধান কল্পে হরিশ চৌধুরীকে বলা হয়েছে পদক্ষেপ করতে। তিনি গেহলোট ও পাইলট দুজনের সঙ্গেই দেখা করেছেন।’ উল্লেখ্য, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসাবে হরিশ চৌধুরীকে সকলেই জানেন। এরপর হরিশের ওপর এই মনোমালন্য কাটিয়ে তোলার দায়ভার যেতেই বোঝা যায়, যে এ সংঘাত কংগ্রেস হাইকমান্ডকে কতটা বিব্রত করে রেখেছে। তবে এখনও পর্যন্ত যে কোনও রফাসূত্র বেরিয়ে আসেনি, তাও জানাচ্ছে কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্র। অনেকেই মনে করছেন যে, গেহলট ও পাইলটের মধ্যে হাইকমান্ডের বার্তা প্রেরক হিসাবে কাজ করছেন হরিশ চৌধুরী। সবমিলিয়ে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, সেদিকে তাকিয়ে সকলে।