Mahila Samman Savings: ৭.৫% হারে সুদ পাবেন মহিলারা, এবার সব সরকারি ও কিছু বেসরকারি ব্যাঙ্কে চালু এই স্কিম

এবার সব সরকারি এবং কিছু বেসরকারি ব্যাঙ্কে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করা যাবে। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত সবুজ সংকেত দেখানো হল। জানা গিয়েছে, বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে আইসিআইসিআই, অ্যাক্সিস, এইচডিএফসি-তে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট খোলা যাবে। এদিকে সব সরকারি ব্যাঙ্ক এবং পোস্ট অফিসেও এই সঞ্চয় স্কিমে বিনিয়োগ করা যাবে। প্রসঙ্গত, চলতি বছরের বাজেটেই মহিলা ও কিশোরীদের জন্য একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই স্কিমে মহিলারা ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করা যাবে।

এর আগে চলতি বছরের ১ মার্চ থেকে সব পোস্ট অফিসেই এই স্কিম চালু হয়েছিল। তবে অর্থ মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল যে এবার থেকে সব সরকারি ব্যাঙ্ক এবং নির্দিষ্ট কিছু বেসরকারি ব্যাঙ্কেও এই স্কিম চালু হবে। সর্বোচ্চ ২ লাখ টাকা রাখা যাবে এই অ্যাকাউন্টে। এই স্কিমে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল ১ হাজার টাকা। বাড়ির মহিলা সদস্যের নামে খুলতে হবে অ্যাকাউন্ট। সরল সুদের হিসেবে দুই বছরের সঞ্চয়ের উপর সর্বাধিক ২৯,৪০০ টাকা সুদ পাবেন সঞ্চয়কারীরা।

এই স্কিমে অ্যাকাউন্ট খোলার তারিখের এক বছর পরে বিনিয়োগকারী মোট ব্যালেন্সের ৪০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন। এই স্কিমের মেয়াদ পূরণ হওয়ার পরে বিনিয়োগকারী একটি ফর্ম-২ আবেদনের মাধ্যমে টাকা তোলার জন্য আবেদন করতে হবে। এদিকে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কর ছাড়ের যোগ্য নয়। তবে এই সার্টিফিকেটে বিনিয়োগের উপর টিডিএস কাটার কোনও সম্ভাবনা নেই। এদিকে কোনও কারণে যদি সার্টিফিকেটের মেয়াদপূর্তির আগেই বিনিয়োগকারীর মৃত্যু হয়, তাহলে স্কিমটি সময়ের আগেই বন্ধ করা যেতে পারে। এদিকে কোনও কারণ ছাড়াও অ্যাকাউন্ট খোলার তারিখের ছয় মাস পরেও এই অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্য ২ শতাংশ কম হারে সুদ মিলবে।

বর্তমানে ভারতের বেসরকারি ব্যাঙ্কগুলিতে মেয়াদি সঞ্চয়ে সুদের হার সর্বাধিক ৬ থেকে ৭ শতাংশের আশেপাশে। এদিকে সরকারি ব্যাঙ্কগুলিতে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত। এই আবহে মহিলারা এই স্কিমে ভালো হারে অনেক টাকা জমাতে পারবেন। এদিকে পোস্ট অফিসের পাশাপাশি ব্যাঙ্কেও এই সার্টিফিকেট স্কিম চালু হওয়ায় আরও লাভবান হবেন মহিলারা।