Mashrafe Mortaza: Emiliano Martinez’s Body Language Never Suggested He Is A Star, Know In Details

ঢাকা: আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার ঝটিতি সফরে ঘুরে এলেন বাংলাদেশে। ঢাকায় এমিলিয়ানো মার্তিনেজ়কে (Emiliano Martinez) ঘিরে অভূতপূর্ব উন্মাদনা। তবে মার্তিনেজ়কে দেখে মুগ্ধ বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজাও (Mashrafe Mortaza)। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

মুর্তজা নিজের সন্তানদের সঙ্গে মার্তিনেজ়ের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘এমিকে (মার্তিনেজ়ের ডাকনাম) ভাল লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনও শিরোপা জিতল আর্জেন্তিনা! লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সঙ্গে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো’।

মুর্তজা আরও লিখেছেন, ‘সেই জয়ের অন্যতম নায়ক এমির সঙ্গে দেখা হল আমাদের এই ঢাকায়। খুব অল্প সময়ের জন্য দেখা, কিন্তু দারুণ এক অনুভূতি। বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার চোখের সামনে! সে তো জানে না, আমার এবং আমার মতো আরও কত কোটি মানুষের কত বছরের অপেক্ষা শেষ হল।’

বিশ্বকাপের ফাইনালে একেবারে শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানির শট রুখে দেন মার্তিনেজ়। অবিশ্বাস্যভাবে। তারপর টাইব্রেকারে প্রায় দুর্ভেদ্য। মুর্তজা লিখেছেন, ‘আজকে সে ইন্টারভিউয়ের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হল, আসলে বিশ্বকাপটাতো ওখানেই জিতে নিয়েছে’।

আরও লিখেছেন, ‘আজকে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম, এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে? ওরা লাফাচ্ছিল। শেষ দুটি দিন ওরা ঠিকমতো ঘুমাতে পারছিল না এমিকে দেখবে বলে। আজকে এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়। সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ। এমনকি, ও ছবিও তুলে দিল ওদের সঙ্গে। এখন তারা মহাখুশি, আর ওদের খুশিতে আমিও এখন মহাখুশি।’

 

আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ় সোমবার বিকেলে পৌঁছে গেলেন কলকাতায়। তাঁকে দেখতে কলকাতা বিমানবন্দরে উপচে পড়ল ভিড়। বাংলাদেশ থেকে কলকাতায় পা রেখে বাইপাসের ধারে হোটেলে উঠেছেন মার্তিনেজ়। মঙ্গল ও বুধবার কলকাতায়, রিষড়ায় একাধিক কর্মসূচি রয়েছে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপারের।

আরও পড়ুন: ABP Exclusive: প্রথম ভারতীয় হিসাবে ইন্দোনেশিয়া লিগ খেলছেন, এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনই সংকল্প স্বস্তিকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial