PSC job notification: নন ক্যাডার পদে সুপারিশের জন্য করা যাবে আবেদন, পিএসসির নয়া বিজ্ঞপ্তি

৪০তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু  সুপারিশ করা উঠতে পারেননি এমন প্রার্থীদের জন্য এবার এল সুখবর। এমন প্রার্থী যাঁরা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী রয়েছেন, তাঁদের তরফ থেকে অনলাইন মোডে আবেদন চেয়েছে সরকারি কর্ম কমিশন বা পিএসসি।

সরকারি কর্ম কমিশন পিএসসির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থী রয়েছেন। এদের মধ্যে যাঁরা ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে চান, তাঁরা এবারে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: দুপুরের খাবার খেলেই বাড়ছে সুগার? ৫ উপায় মেনে চললেই সুস্থ থাকবেন

আরও পড়ুন: হজের পথে হিট স্ট্রোকের কবলে ২০০০, সৌদি আরবের তরফে জারি বিশেষ সতর্কতা

আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। গোটা আবেদন প্রক্রিয়া চলবে ১৬ জুন পর্যন্ত। এর জন্য টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নয়তো নন-ক্যাডার পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না। সেক্ষেত্রে সুযোগটি হাতছাড়া হবে।

সরকারি কর্ম কমিশন-এর ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪-এর নিয়ম অনুযায়ী সরকারের কাছ থেকে শূন্য পদের রিকুইজিশন পাওয়ার সাপেক্ষে এই নিয়োগ। এই নিয়োগে মেধাক্রম ও অন্যান্য বিধিবিধান অনুসারে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে একইসঙ্গে বলা হয়েছে, এ ধরনের উদ্যোগ সুপারিশ পাওয়ার কোনো নিশ্চয়তা দিতে পারছে না‌। সরকারের কাছ থেকে শূন্য পদের তালিকা পাওয়া, প্রার্থীর অ্যাকাডেমিক ও অন্যান্য যোগ্যতার ওপর নির্ভর করছে নন-ক্যাডার পদে সুপারিশ পাওয়া বা না পাওয়ার গোটা প্রক্রিয়া। 

গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএসে ফলপ্রকাশের পর ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। এবার তাদের জন্যই নতুন করে বিজ্ঞপ্তি জারি করল সরকারি কর্ম কমিশন বা পিএসসি।