Reliance Jio launches ₹999 phone: ৯৯৯ টাকার ফোনেই ইন্টারনেট! JioBharat আনল রিলায়েন্স, খরচ কম ৩০%, পাবেন ৭ গুণ ডেটা

মাত্র ৯৯৯ টাকার ফোনে মিলবে ইন্টারনেট পরিষেবা। নয়া JioBharat ফোন আনল রিলায়েন্স জিয়ো। যা ইন্টারনেট পরিষেবা-যুক্ত সবথেকে সস্তার ফোন বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, জিয়োর তরফে দাবি করা হয়েছে, নতুন ফোনে মাসিক প্ল্যানের খরচও অনেকটা কম হবে। ৩০ শতাংশ কম খরচেই মাসিক প্ল্যান রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। সেইসঙ্গে অন্যান্য টেলিকম সংস্থার থেকে সাতগুণ বেশি ডেটা প্রদান করা হবে। আপাতত সেই ফোনের বিটা ট্রায়াল চলবে। আগামী শুক্রবার (৭ জুলাই) থেকে প্রথম ১০ লাখ JioBharat ফোনের বিটা ট্রায়ালের প্রক্রিয়া শুরু করা হবে। যা দেশের ৬,৫০০ তেহসিলে চলবে বলে জানানো হয়েছে।

সোমবার একটি বিবৃতিতে রিলায়েন্স জিয়োর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, ‘ছয় বছর আগে যখন জিয়ো আনা হয়েছিল, তখন আমরা একটি জিনিস স্পষ্ট করে দিয়েছিলাম যে দেশের প্রতিটি ভারতীয়ের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে এবং প্রত্যেক ভারতীয়ের কাছে প্রযুক্তি পৌঁছে দিতে যাবতীয় চেষ্টা করবে রিলায়েন্স জিয়ো।’ সঙ্গে তিনি বলেছেন, ‘জিয়ো যে উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে, সেটার কেন্দ্রবিন্দুতে আছে নয়া জিয়ো ভারত ফোন।’

(বিস্তারিত পরে আসছে)