Singapore Suicide statistics: একধাক্কায় সুইসাইড বাড়ল ২৬ শতাংশ, কেন এই হাল সিঙ্গাপুরের

হু হু করে বেড়ে চলেছে আত্মহত্যার হার‌। সম্প্রতি দক্ষিণ এশিয়ার একটি দেশের এই ছবি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত দুই দশকে যা হার ছিল তার থেকে হঠাৎই এক বছরে এক ধাক্কায় বেড়ে গিয়েছে পরিসংখ্যান। গত বছরের তুলনায় সেই দেশে আত্মহত্যার হার বেড়েছে ২৬ শতাংশ। যা রীতিমতো বিপাকে ফেলেছে প্রশাসনকেও। এই পরিসংখ্যান সিঙ্গাপুরের। উত্তরোত্তর আত্মহত্যা করার প্রবণতা দেখে রীতিমতো বিপাকে পড়েছে সেই দেশের প্রশাসন। মানসিক সমস্যার হার দিন দিন বাড়ছে বলেই এমনটা হচ্ছে বলে মনে করছেন‌ বিশেষজ্ঞদের একাংশ।‌ স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কথায়, মানসিক বিপর্যয়ের এমন হাল আগে কখনও দেখেনি সিঙ্গাপুর। একাধিক দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে সে কথাও। 

আরও পড়ুন: দুপুরের খাবার খেলেই বাড়ছে সুগার? ৫ উপায় মেনে চললেই সুস্থ থাকবেন

আরও পড়ুন: হজের পথে হিট স্ট্রোকের কবলে ২০০০, সৌদি আরবের তরফে জারি বিশেষ সতর্কতা

সম্প্রতি সিঙ্গাপুরে তরুণ ও বয়স্কদের মধ্যেই বেড়েছে আত্মহত্যার প্রবণতা। সেই দেশে ১০ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে অনেকটাই মাথাচাড়া দিয়েছে আত্মহত্যার চেষ্টা। অন্যদিকে বয়স্কদের মধ্যে ৭০ থেকে ৭৯ বছরের নাগরিকদের মধ্যে এই প্রবণতা বেড়ে চলেছে। দ্য স্যামারিটানস অব সিঙ্গাপুর তাদের বার্ষিক সভায় এই পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে। পরিসংখ্যানের খোলনলচে রীতিমতো উদ্বেগের কারণ। একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ৪৭৬ জন নাগরিক আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। যা ২০০০ সাল থেকে প্রতি বছরের পরিসংখ্যানের মধ্যে সর্বোচ্চ। তার আগের বছর অর্থাৎ ২০২১ সালেও পরিসংখ্যান ছিল অনেকটাই কম। ৩৭৮ জন নাগরিক সেই বছর আত্মহত্যা করেন। তার থেকে ২৬ শতাংশ বেড়ে নয়া আত্মহত্যার পরিসংখ্যান দাঁড়িয়েছে ৪৭৬-এ। 

প্রসিদ্ধ মনোবিদ ও মনোরোগ বিশেষজ্ঞ জারেদ এনজি বলেন, সিঙ্গাপুরের এই আত্মহত্যার পরিসংখ্যান রীতিমতো হৃদয়বিদারক। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, কী পরিমাণে মানসিক সমস্যা তরুণ ও বয়স্কদের মধ্যে মাথাচাড়া দিচ্ছে। সময়মতো যার চিকিৎসা না করাতে পারলে আরও খারাপ খবর পেতে হতে পারে। তাঁর কথায়, একাকীত্ব ও মনখারাপের মতো বিষয়গুলি নিয়ে আমাদের সমাজকে আরও ভাবতে হবে, আরও‌ সচেতন থাকতে হবে। কারণ এর থেকে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে।‌ একইসঙ্গে, এই সংস্থার তরফে জানানো হয়, আত্মহত্যার কারণে এই তরুণদের মৃত্যুর হারও বেড়েছে অনেকটাই। দেখা গিয়েছে তরুণদের মৃত্যুর ৩৩.৬ শতাংশই আত্মহত্যার প্রবণতার কারণেই হয়েছে। গত চার বছরে সে দেশে আত্মহত্যাই কারণ হিসেবে শীর্ষে রয়েছে।