Suryakumar Yadav | AB De Villiers : ‘ওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ…’! সূর্যকে একটাই পরামর্শ কিংবদন্তির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও ফাইন লেগের ওপর দিয়ে নটরাজ সুইপ, তো কখনও ওয়াইড লং অন দিয়ে হেলিকপ্টার হুইপ! প্রয়োজনে এক্সট্রা কভারের ওপর দিয়ে ড্রাইভ থেকে ব়্যাম্প ওভার উইকেটকিপার। আবার স্কোয়ারের ওপর দিয়ে কাট। এই মুহূর্তে একজন ব্যাটারই এসব অনায়াস দক্ষতায় এবং অবলীলায় করছেন। তাঁর আর কোনও ভূমিকার প্রয়োজন নেই। তিনি ‘ওয়ান অ্যান্ড অনলি’ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ওরফে বাইশ গজের নতুন ‘মিস্টার ৩৬০’। বোলাররা বুঝেই উঠতে পারেন না যে, বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটারকে কোন বলে পরাস্ত করা সম্ভব! কীভাবে থামবে এই তাণ্ডবলীলা! এমনকী প্রতিপক্ষের ক্রিকেটাররাও সূর্যর ভূয়সী প্রশংসা করতে দু’বার ভাবেন না। এহেন সূর্যকুমারের জন্য একটাই পরামর্শ আছে বাইশ গজের প্রথম ৩৬০ ডিগ্রি ক্রিকেটারের। তিনি এবি ডিভিলিয়ার্স (AB De Villiers), ওরফে এবিডি।

আরও পড়ুন: India’s Tour Of Ireland: অগস্টে ‘পান্না দ্বীপে’ টিম ইন্ডিয়া, সূচি ঘোষণা করে দিল আইসিসি 

জিও সিনেমায় দেওয়া এক সাক্ষাৎকারে এবিডি বলেন, ‘সূর্যকুমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তিন ফরম্যাটে। টেস্ট, ওয়ানডে, ও টি-২০ ফরম্যাটে নিজেকে বুঝে নিতে হবে। দেখতে হবে কীভাবে কাজ করছে। আমার মনে হয় ও হয়তো এটাই বুঝবে যে, সবই এক। আমার মনে হয় ও অসাধারণ ক্রিকেটার। ও এমন সব শট নেয়, যা আমি কখনও মারিনি। ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে। ও অনেক দূর যাবে। আরও অনেক কিছু আসবে। আমার মনে হয় যে, ও ভবিষ্যতে আরও ভালো প্লেয়ার হয়ে উঠবে। যেটা রোমাঞ্চকর হবে।’ ২০২১ সালের নভেম্বর মাসে প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন তাঁর ১৭ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টেনেছিলেন। দেশের জার্সিতে ১১৪টি টেস্ট (৮৭৬৫ রান, ২২টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি) ২২৮টি ওয়ানডে (৯৫৭৭ রান, ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরি) ও ৭৮টি টি-২০ (১৬৭২ রান) খেলেছেন ‘মিস্টার ৩৬০’। ডিভিলিয়ার্সের নাম ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বকাপ না জেতা ট্র্যাজিক নায়কও বটে তিনি। অন্যদিকে সূর্যকুমার দেশের জার্সিতে ৪৮টি টি-২০ ম্যাচে ১৬৭৫ রান করেছেন। খেলেছেন একটি মাত্র টেস্ট। সূর্য ২৩টি ওয়ানডে ম্যাচে করেছেন ৪৩৩ রান। 

আইপিএল সিক্সটিনের আগে সূর্যকুমার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলেন। তিন ম্য়াচেই তিনি প্রথম বলে আউট হয়ে ফিরেছিলেন। বিস্তর সমালোচিত হয়েছিলেন সূর্যকুমার। প্রাক্তন ভারত অধিনায়ক ও ব্যাটিং মায়েস্ত্রোর সুনীল গাভাসকর, সূর্যকে একটাই পরামর্শ দিয়েছিলেন। সানি বলছিলেন যে, যা হওয়ার হয়ে গিয়েছে, তা ভুলে সূর্য মনোনিবেশ করুক আইপিএলে। আইপিএল সিক্সটিনে সূর্য ১৬ ম্য়াচে ৬০৫ রান করেই ফিরেছিলেন ফর্মে। সর্বাধিক রানশিকারিদের তালিকায় ছিলেন পাঁচে। জুলাই-অগস্টে ভারত যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মা অ্যান্ড কোং ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলবে। আর এই সিরিজ শেষ হলেই শুরু ভারত-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-২০। ওয়ানডে ও টি-২০ সিরিজের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ওয়ানডে দলে রয়েছেন সূর্যকুমার।

আরও পড়ুন: Virat Kohli, Rohit Sharma: লারা-রিচার্ডসের দেশে কীভাবে সময় কাটাচ্ছে রোহিত-বিরাটের টিম ইন্ডিয়া? দেখুন ভাইরাল ভিডিয়ো

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)