Bandh in Jharkhand: ঝাড়খণ্ডে আদিবাসী সম্প্রদায়ের ডাকা বনধ, বাংলায় ব্যাহত ট্রেন চলাচল

ঝড়খণ্ডে বনধের রেশ পড়ল বাংলাতেও। অলচিকি ভাষাকে প্রথম সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার ঝাড়খণ্ড জুড়ে বনধের ডাক দিয়েছে অলচিকি হুল সম্প্রদায়ের মানুষরা। বনধ সমর্থকরা খড়্গপুর-টাটা সেকশনের চিরুগোদা রেল স্টেশন অবরোধ করে। এই বিক্ষোভের জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

এ দিন প্রায় ৩০০ জন বিক্ষোভকারী ব্যানার, পতাকা নিয়ে চিরুগোদা রেল স্টেশনে লাইন অবরোধ করে। বিক্ষোভের জেরে আপাতত ঘাটশিলা এবং ধলভূমগড় স্টেশনে ট্রেনগুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

(পড়তে পারেন। হাওড়ার বাঁকড়ানয়াবাজ স্টেশনেও ঘটতে পারত করমণ্ডলের মতো দুর্ঘটনা!)

এই বনধের জেরে ঝাড়খণ্ডে যান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা ও রেললাইনে উপর বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। সংগঠনের পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। 

অলচিকিকে ঝাড়খণ্ডের প্রথম সরকারি ভাষা করার দাবিতে বেশ কিছু দিন ধরেই দাবি জাানিয়ে আসছিলেন অলচিকি হুল বাইসিরা। এর আগে একটি বৈঠকও হয় এই বনধ করা নিয়ে। এই বনধ সফল করতে সোমবার একটি মশাল মিছিলও করেন আদিবাসীরা। এদিন বনধের সময় বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়েও বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রাদায়ের মানুষ।

মাস কয়েক আগেই কুমড়ি আন্দোলনের জেরে প্রায় সপ্তাহখানেক ধরে ব্যাহত হয় ট্রেন চলাচল। তার পর কয়েক মাস কেটে গেলেও তাদের দাবি নিয়ে এখনও কোনও সমাধান সূত্র উঠে আসেনি। কুড়মি সম্প্রদায়ের কেউ কেউ পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসাবে প্রার্থী হয়েছেন। সূত্রের খবর, ভোট মিটলে ফের নতুন করে আন্দোলনে নামতে পারে কুড়মিরা।