Jalpaiguri: সাইকেলে চাপিয়ে কাঠ পাচারের চেষ্টা বানারহাটে, ঘিরে ফেলল বনদফতর, গুলিতে মৃত্যু যুবকের

জলপাইগুড়ির বানারহাটের মরাঘাট রেঞ্জ। সেখানে গোপনে জঙ্গলের ভেতর থেকে শাল গাছ কেটে পাচার করার অভিযোগ। এদিকে সাইকেলে সেই শাল গাছের গুড়ি চাপিয়ে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। এদিকে সকলের চোখের আড়ালে এভাবে সাফ করা হচ্ছিল জঙ্গল। এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। বহুমূল্য কাঠ পাচারের অভিযোগ। গোপন সূত্র খবর পেয়ে এলাকা ঘিরে ফেলেন বনরক্ষীরা। তারা পাচারকারীদের চ্যালেঞ্জ করে। সেই সময় বনকর্মীদের দিকে পাচারকারীরা পালটা চড়াও হয় বলে অভিযোগ। পরে এক যুবকের দেহ পাওয়া যায় এলাকায়। মৃতের নাম জিতেন্দ্র রাভা।

তবে গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়দের দাবি, জ্বালানির কাঠ জোগাড় করার জন্য ওরা জঙ্গলে গিয়েছিলেন। তাদের এভাবে গুলি করাটা ঠিক হয়নি। তারা কাঠ পাচার করতেয়ায়নি বলে গ্রামবাসীদের একাংশের দাবি। এনিয়ে তারা এলাকায় বিক্ষোভ দেখায়।

তবে বনদফতরের দাবি তারা শূন্যে গুলি চালিয়েছিল। তবে গ্রামবাসীদের পালটা দাবি, যুবকদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। এদিকে বনদফতরের খুট্টিমারি বিট অফিসের সামনেও বিক্ষোভ আছড়ে পড়ে। মৃতদেহ আটকে রেখেও চলে বিক্ষোভ। তবে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। অশান্তি রুখতে ব্যবস্থা নেয় পুলিশ। শালগাছের কিছু লগ ও পাঁচটি সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

তবে ওয়াকিবহাল মহলের মতে, উত্তরবঙ্গের বনাঞ্চল থেকে কাঠ পাচারের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও নানা উপায়ে কাঠ পাচারের ঘটনা সামনে এসেছে। অনেকের মতে জঙ্গলের সংকীর্ণ রাস্তায় বড় গাড়ি ঢুকিয়ে কাঠ পাচার করা সম্ভব নয়। সেকারণে সাইকেল নিয়ে যাওয়া হয়। এরপর গাছ কেটে গুড়ি সাইকেলে চাপিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বের করে আনা হয়। তবে কাজটা যথেষ্ট ঝুঁকির। বন্য জন্তুর হামলার মুখেও পড়তে হতে পারে। এদিকে সেই কাঠগুলিকে গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়। এরপর সুযোগ বুঝে সেই কাঠকে ট্রাকে চাপিয়ে পাচার করা হয় বলে অভিযোগ।