Narendra Modi to Union Ministers: ‘ভিশন ২০৪৭-এর জন্য কাজ করুন’, রদবদলের জল্পনার মাঝেই কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা

লোকসভা নির্বাচনের বাকি আর একবছর। সামনেই নতুন সংসদ ভবনে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। এই আবহে সব কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মন্ত্রীদের প্রতি মোদীর একটাই বার্তা, শেষ মাইল পর্যন্ত পরিষেবা পৌঁছে দিতে হবে মানুষের কাছে। তিনি মন্ত্রীদের ‘ভিশন ২০৪৭’-এর লক্ষ্যে কাজ করার নির্দেশ দিলেন। গতকাল প্রগতি ময়দানে পাঁচ ঘণ্টা ধরে চলা এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান মোদী নিজে। অনেক মন্ত্রীই নীতি বিষয়ক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বৈঠকে। (আরও পড়ুন: বাংলায় যদি এখনই লোকসভা নির্বাচন হয়, কোন দল কত আসন পাবে? কী বলছে সমীক্ষা)

জানা গিয়েছে, গতকালকের বৈঠকে প্রধানমন্ত্রী ২০ মিনিটের একটি ভাষণ রাখেন। সহকর্মীদের উদ্বুদ্ধ করতেই এই ভাষণ রাখেন মোদী। মোদী নাকি বলেন, ‘সবাই এই বছর বা আগামী বছরের কথা বলছে। তবে আমাদের সরকারের উচিত আগামী ২৫ বছরের জন্য কাজ করা। আমাদের লক্ষ্য ২০৪৭। আমাদের সরকারের অনেক জনমুখী প্রকল্প রয়েছে। সারা দেশে এই সব প্রকল্পের উপভোক্তারা আছেন। সকল যোগ্য ব্যক্তি যাতে সবকটি প্রকল্পের সুবিধা পান, সেটা নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে। শুধু প্রকল্প চালু করলে বা তা কার্যকর করলেই কাজ শেষ হয়ে যাবে না। মন্ত্রীদের নিশ্চিত করতে হবে যে জাতীয় স্তরের সুযোগ সুবিধা যেন জেলা স্তরেও পৌঁছায়।’

আরও পড়ুন: বিরোধী মহাজোট কি পারবে BJP-কে ঠেকাতে? ২০২৪-এ কোন রাজ্যে কে কত আসন পেতে পারে? 

এদিকে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রে এনসিপির একাংশ বিজেপির সঙ্গে যোগ দেওয়া এই জল্পনা আরও বেড়েছে। এর আগে গত জুলাইয়ে শেষ বার মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন করেছিলেন মোদী। প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ, হর্ষ বর্ধনরা বাদ পড়েছিলেন সেবার। মোট ১২ জন মন্ত্রী পদ খুঁইয়েছিলেন। নতুন মন্ত্রী হয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশ্বিনী বৈষ্ণব ছাড়াও আরও ১৫ জন। গত একবছরে ছোটখাটো রদবদল হয়েছে মন্ত্রিসভায়। আইনমন্ত্রীর পদ হারিয়েছেন কিরেন রিজিজু। এদিকে মুক্তার আব্বাস নকভিকেও সরানো হয়েছিল। ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগেই রদবদল হতে পারে বলে জল্পনা। এনসিপি থেকে প্রফুল্ল প্যাটেল বা প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগকে মন্ত্রী করা নিয়ে জল্পনা চলছে।