Viral post: জন্মদিনে ক্রেতাদের চকোলেট উপহার! Zomato বয়ের পোস্ট Viral হতেই কী পাঠাল সংস্থা

জন্মদিনের দিন আমরা কত কীই না করি। আবার, আমাদের আত্মীয় স্বজন ও বন্ধুরাও আমাদের জন্য নানারকম পরিকল্পনা করে। সম্প্রতি এক জোম্যাটো ডেলিভারি বয়ের জন্মদিনেও দেখা গেল তেমনই পরিকল্পনা। নিজের জন্মদিন নিজেই একটু আলাদাভাবে উদযাপনের পরিকল্পনা করেছিল করণ জয়রাজ আপ্তে। জন্মদিনের দিন কাজ থেকে মোটেই ছুটি নেয়নি সে। বরং ডেলিভারির কাজের মাধ্যমেই জন্মদিনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেয়। মুম্বইয়ের ছেলে জয়রাজ এই দিন প্রতিটি অর্ডারের সঙ্গে একটি করে চকোলেট ডেলিভারি করে। তাঁর ক্রেতাদের এই চকোলেটটি নিজেই উপহার দেয় সে। সম্প্রতি ইনস্টাগ্রামে সেই ছবিই ভাইরাল পোস্ট করেছে সে। পোস্টে নিজের ছবির পাশাপাশি অর্ডারের সঙ্গে দেওয়া চকোলেটের ছবিও ছিল। পোস্টটি নেটিজেনদের তরফে বিপুল প্রশংসা পায়।

আরও পড়ুন: দুপুরের খাবার খেলেই বাড়ছে সুগার? ৫ উপায় মেনে চললেই সুস্থ থাকবেন

আরও পড়ুন: হজের পথে হিট স্ট্রোকের কবলে ২০০০, সৌদি আরবের তরফে জারি বিশেষ সতর্কতা

তবে এতেই শেষ নয়। জয়রাজের জন্মদিনে তাঁর অপেক্ষায় ছিল আরও কিছু চমক। তাঁর জন্মদিনের পোস্টের শেষে হ্যাশট্যাগ ছিল জোম্যাটো। সেই পোস্ট ভাইরাল হতেই তাঁর জন্য একটি কেক পাঠানো হয় জোম্যাটোর তরফে। সেই কেকের একটি ছবি দিয়েও আপ্তে লেখেন, ‘হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জোম্যাটো‌!’ প্রথমে জয়রাজ বুঝতে পারেননি কে তাঁকে কেকটা পাঠিয়েছে। পরে জোম্যাটোর তরফে ফোন আসে। তাদের তরফে জানানো হয় কেকের কথা। তখনই সবটা স্পষ্ট হয়। জয়রাজের কথায়, তাঁর পোস্ট দেখে সংস্থার অনেকেই খুশি হয়েছেন। তবে ফেসবুকের ওই পোস্টটি করার পরেও বাকি ছিল বিস্ময়। কারণও তখনও উপহার পাওয়া শেষ হয়নি জয়রাজ আপ্তের।

পরের আরেকটি পোস্টে নয়া চমক অপেক্ষা করছিল নেটিজেনদের জন্য। প্রসঙ্গত, জয়রাজ তাঁর অর্ডারের সঙ্গে ক্যাডবেরি ডেয়ারি মিল্কের একটি বিশেষ চকোলেট দিচ্ছিলেন ক্রেতাদের। সেই পোস্ট ভাইরাল হওয়ার পর ক্যাডবেরি ডেয়ারি মিল্কও উদ্যোগী হয়। জয়রাজের জন্মদিন উদযাপনের জন্য এক বাক্স চকোলেট তাদের তরফে তাঁর ঠিকানায় পাঠানো হয়। এক বাক্স ভর্তি সেই চকোলেট পেয়ে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন জয়রাজ। তাঁর ফেসবুক পোস্টে ক্যাডবেরির ভারতীয় শাখাকে ট্যাগ করে তিনি লেখেন, ‘ধন‌্যবাদ ক্যাডবেরি এমন একটি দারুণ উপহারের জন্য। অনেক ভালোবাসা!’ জয়রাজের জন্মদিনকে নানা ধাপে বিশেষ করে তোলে তাঁর নিজস্ব সংস্থা ও ক্যাডবেরি। তবে তাঁর সহকর্মীদের প্রচেষ্টাও কিছু কম ছিল না। অন্য আরেকটি পোস্টে তাঁদের ঝলই দেখা যায়। ফেসবুকের আরেকটি পোস্টে দেখা যায় তাঁর সহকর্মীরা তাঁকে জন্মদিন উদযাপনে সাহায্য করছে। এই উদযাপন তাঁর দিনটিকে আরও বিশেষ করে তোলে।‌