Ajit Pawar: অজিত পাওয়ারের মিটিংয়ে হাজির ৩৫ বিধায়ক, শরদ পাওয়ারের সভায় কতজন এলেন? জমজমাট নাটক

বুধবার মুম্বইতে মিটিং ডেকেছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। আর সেই মিটিংয়ে উপস্থিত ৩৫জন এনসিপি বিধায়ক। সূত্রের খবর। অর্থাৎ ৫৩জন এনসিপি বিধায়কের মধ্য়ে অজিত পাওয়ারের ডাকা দলীয় বৈঠকে উপস্থিত ৩৫জন এনসিপি বিধায়ক ও পাঁচজন এমএলসি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। এদিকে সূত্রের খবর, এই বিধায়কের সংখ্যা কিছুটা বাড়তে পারে। বান্দ্রার ওই মিটিংয়ে আরও পাঁচজন এনসিপি বিধায়ক হাজির হচ্ছেন বলে খবর।

এদিকে এখন এনসিপির কোন গোষ্ঠী শক্তিশালী তা নিয়ে ক্ষমতা প্রদর্শন করতে চাইছে দুপক্ষই। একদিকে এদিন দক্ষিণ মুম্বইতে শরদ পাওয়ারের বাড়ির সামনেও দলের কর্মী সমর্থকরা জড়ো হয়ে যান। হিসাব বলছে অনাস্থার হাত থেকে বাঁচার জন্য অন্তত ৩৫জন বিধায়কের সমর্থন দরকার অজিত পাওয়ার গোষ্ঠীর।

এদিকে শরদ পাওয়ার ও অজিত পাওয়ার উভয় নেতৃত্বের বাড়ির সামনেই দলের কর্মী সমর্থকদের ভিড়। সব মিলিয়ে কিছুটা বিভ্রান্ত অবস্থার মধ্যে পড়েছেন তারাও।

এদিকে এনসিপির কোন গোষ্ঠীর পাশে কতজন বিধায়ক রয়েছেন সেটা প্রমাণ করাটাই এখন বড় চ্যালেঞ্জ। উভয়ই দাবি করেছেন তাদের পাশেই দলের সবথেকে বেশি সংখ্যক বিধায়ক রয়েছেন। বিধায়ক অনিল পাতিল ইতিমধ্যেই দাবি করেছেন ৫৩জন বিধায়কের মধ্যে অন্তত ৪০জন বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে রয়েছেন। সেক্ষেত্রে অনেকের মতে, শরদ পাওয়ারের পক্ষে ক্ষমতা প্রদর্শন কতটা সম্ভব হবে সেটাই এখন দেখার।

সূত্রের খবর, মিটিং ডেকেছে দুপক্ষই। বান্দ্রাতে মুম্বই এডুকেশন ট্রাস্টে মিটিং ডেকেছে এনসিপির অজিত পাওয়ারের গোষ্ঠী। অন্যদিকে ওয়াইবি চবন অডিটোরিয়ামে মিটিং ডেকেছে এনসিপির শরদ পাওয়ারের গোষ্ঠী। দুপক্ষই তাদের ক্ষমতা জাহির করতে চাইছে। মহারাষ্ট্রের প্রাক্তন হোম মিনিস্টার তথা এনসিপি নেতা অনিল দেশমুখ সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, শরদ পাওয়ারের দিকে প্রচুর সমর্থন রয়েছে।

এদিকে সূত্রের খবর, অজিত পাওয়ার যে মিটিং ডেকেছেন তাতে অন্তত ৩৫জন এনসিপি বিধায়ক উপস্থিত রয়েছেন। অন্যদিকে শরদ পাওয়ারের মিটিংয়ে মাত্র ১৩জন বিধায়ক উপস্থিত রয়েছেন। কার্যত নাটক জমে উঠেছে মহারাষ্ট্রে। আসলে কে আগ মার্কা আসল এনসিপি এটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে দলের দুপক্ষই। ইতিমধ্যেই অজিত পাওয়ারের গোষ্ঠী দাবি করেছে তারাই আসল এনসিপি। তবে বাস্তবে কারা আসল এনসিপি তার ক্ষমতা প্রদর্শনের জন্য় এদিনের মিটিং। আর এই মিটিংয়েই পরিষ্কার হয়ে যাবে এগিয়ে কারা।