Death By Lightening: শেষ ২৪ ঘণ্টায় বাজ পড়ে বিহারে মৃত্যু ১৫ জনের, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ক্ষতিপূরণ

আইএমডির তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, ভারতের সর্বত্র প্রবেশ করেছে বর্ষা। এদিকে, বর্ষার তাণ্ডবে একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষণ। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিহারে বাজ পড়ে মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ১৫। বিহারে বাজ পড়ে মৃত্যু ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন জায়গায়।

এদিকে, বাজ পড়ে মৃত্যুর জেরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দুঃখ প্রকাশ করেছেন। তিনি মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। ক্ষতিপূরণের অঙ্ক ৪ লাখ টাকা। এছাড়াও বিহার জুড়ে বহু জায়গাতেই প্রতিবছর যেভাবে বাদ পড়ে মৃত্যুর ঘটনা ঘটে, তা ঘিরে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যাতে বৃষ্টি ও বাজ পড়ার সময় সকলে ঘরের ভিতর থাকেন। এক্ষেত্রে নিরাপত্তা অবলম্বন সবচেয়ে জরুরি কাজ বলেও তিনি মন্তব্য করেছেন। যে তথ্য বেরিয়ে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিহারের রোহতাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপর কাটিহার, গয়া, জেহানাবাদ। এছাড়াও মৃত্যুর ঘটনা ঘটেছে, খাগরাই, কাইমুর, বক্সার এবং ভাগলপুরেও মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে।

বুধবার বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতি অনুসারে, রোহতাস জেলায় কাটিহার, গয়া এবং জেহানাবাদে প্রত্যেকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া খাগরাই, কাইমুর, বক্সার এবং ভাগলপুরে একজন করে মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন সকলের কাছে আর্পজি জানান, দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফে জারি করা পরামর্শগুলি অনুসরণ করার জন্যও। এই বিষয়ে উঠে আসা সচেতনবার্তা মেনে পরামর্শ মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজ্যের সাত জেলায় বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে।