Howrah septic tank death: হাওড়ায় সেপটিক ট্যাঙ্কের মধ্যেই মরণফাঁদ! আর উঠতে পারলেন না দুজন, উদ্ধার নিথর দেহ

হাওড়ায় সেপটিক ট্যাঙ্কে নেমে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ গেল দুই শ্রমিকের। হাওড়ার উদয় নারায়ণপুরের পাঁচারুল এলাকার ঘটনা। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম আশুতোষ মান্না ( ৪৮) ও সঞ্জয় দাস( ৪১)। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা হল? সূত্রের খবর, মাস দুয়েক আগে এলাকার একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। ঢালাই করে তৈরি হয়েছিল এই ট্যাঙ্ক।

এরপর সেই ট্যাঙ্কে নেমে এদিন ঢালাইয়ের পাটা খুলতে গিয়েছিলেন দুই শ্রমিক। এদিকে প্রথমেই আশুতোষ ও সঞ্জয় ওই ট্য়াঙ্কে নামেন। কিন্তু তিনি আর কিছুতেই ওই ট্যাঙ্ক থেকে উঠতে পারেননি।একেবারে অচৈতন্য হয়ে ওখানেই লুটিয়ে পড়েন। এদিকে এই ঘটনা দেখে আর বেশিদূর নামার সাহস পাননি অপর শ্রমিক। তবে কোনও রকমে তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

এরপর অন্যান্য দুজনকেও ওই ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দেবীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর দেহগুলি ময়না তদন্তের জন্য় পাঠানো হয়। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই দুই শ্রমিকের?

সূত্রের খবর, সম্ভবত ওই সেপটিক ট্যাঙ্কের মধ্য়ে বিষাক্ত গ্যাস হয়ে গিয়েছিল। সেখানে নামার পরে তাদের দমবন্ধ হয়ে যায়। আর তাতেই লুটিয়ে পড়েন তারা।

তবে এবারই প্রথম নয়, এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যুর নজির রয়েছে।

এর আগে রাজস্থানের বীকানিরে বিচওয়ালা এলাকায় একটি শিল্প তালুকে উলের কারখানার সেপটিক ট্যাঙ্কে নেমেছিলেন শ্রমিকরা। পুলিশ জানিয়েছিল, শ্রমিকরা ট্যাঙ্কটি পরিষ্কার করছিলেন। সেই সময় আচমকাই তারা ট্যাঙ্কের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন।

প্রথমে দুজন শ্রমিক ট্যাঙ্কে নেমেছিলেন। কিন্তু তাদের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এদিকে এনিয়ে ব্যাপক উদ্বেগ ছড়ায়। এরপর বাইরে যে দুজন শ্রমিক ছিলেন তারা সেপটিক ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করেন। কিন্তু তাদেরও সেপটিক ট্যাঙ্কের মধ্যে মৃত্যু হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।

পুলিশ সূত্রে খবর, সম্ভবত সেপটিক ট্যাঙ্কের মধ্যে বিষাক্ত গ্যাস জমা হয়েছিল। সেই গ্যাসেই তারা প্রথমে অজ্ঞান হয়ে যায়। পরে তারা সেপটিক ট্যাঙ্ক থেকে আর উঠতে পারেননি। জলজ্ব্যান্ত শ্রমিকরা নেমেছিলেন ট্যাঙ্কে। কিন্তু সেখান থেকে উঠে এল তাদের নিথর লাশ।

এবার রাজস্থানের সেই ঘটনার ছায়া হাওড়ায়।