Mohammad Amir Might Get To Play In IPL, Find Out How

নয়াদিল্লি: দীর্ঘদিন ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের জন্য দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। আইপিএলেও প্রথম মরশুমের পর আর পাকিস্তানের নাগরিক কোনও ক্রিকেটার খেলেননি। তবে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলা আজহার মামুদ কিন্তু আইপিএলে খেলেছেন। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরই তিনি আইপিএলে (IPL) ২০১২ সালে খেলার সুযোগ পান। এবার মহম্মদ আমিরকেও (Mohammad Amir) সেই পথেই আইপিএলে খেলতে দেখা যেতে পারে বলে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে।

মহম্মদ আমির বেশ কয়েক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তিনি ২০১৬ সালে ব্রিটিশ নাগরিক নার্জিস খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সাল থেকে তিনি ব্রিটেনেই থাকেন। আর এক বছর পরেই নিয়ম মতো তিনি ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন। আমির ব্রিটিশ নাগরিকত্ব পেলে তাঁর আইপিএলে খেলায় কোনও বাধা থাকবে না। ঠিক যেভাবে ব্রিটিশ নাগরিকত্ব থাকায় আজহার মামুদ আইপিএলে খেলেছিলেন। সেইভাবেই ব্রিটিশ নাগরিক হিসাবে আইপিএলের ড্রাফটে নাম লেখাতে পারবেন পাকিস্তানের হয়ে একদা বিশ্বক্রিকেট মাতানো আমির।

এইসব জল্পনা কল্পনার মাঝেই আমির নিজেই এ বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, ‘আমার আরও এক বছর সময় লাগবে। আমি জানি না সেই সময় পরিস্থিতি কেমন কী হবে। আমি এক পা করে করে এগোই। বেশিদূর ভাবি না। পরের বছর আমি কোথায় থাকব, কী করব, সেসব তো এখন বলতে পারব না। ভবিষ্যতে কী হবে, তা কেউই জানে না। একবার আমি পাসপোর্টটা পেলে আমার জন্য যা সঠিক হবে, সেই সিদ্ধান্তটাই নেব। সেই সুযোগটাই গ্রহণ করব।’

তবে ব্রিটিশ পাসপোর্ট পেলেও, ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কিন্তু বিন্দুমাত্র আগ্রহী নন আমির। তিনি সাফ জানিয়ে দেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে খেলব না। আমার যে পরিমাণ আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছিল, সেটা আমি পাকিস্তানের হয়ে খেলে ফেলেছি।’ তবে তাঁর পাকিস্তানে ফেরার ইচ্ছা কিন্তু রয়েছে। একদা টিম ম্যানেজমেন্টের খারাপ ব্যবহারে, তাঁদের ওপর চটে গিয়েই অবসর নিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি বদলানোয়, তাঁর দেশের জার্সিতে ফেরার জল্পনা শোনা গিয়েছিল। তিনি কোন পথটা বেছে নেন, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস