Most negative country- বিশ্বের সবচেয়ে নেতিবাচক মানসিকতা ভারতের কাছের এক দেশের মানুষদের মধ্যে

গত কয়েক বছর ধরে তিক্ত অভিজ্ঞতার সামিল হচ্ছে এই দেশ। সম্প্রতি এমনটাই জানাল বিশ্ব জুড়ে মানুষের ‘অভিজ্ঞতা’র সমীক্ষা করে চলা সংস্থা গ্যালপ। প্রতি বছর বিভিন্ন দেশ ঘুরে চলে তাদের সমীক্ষা। দেশের নাগরিকদের ভালো অভিজ্ঞতা ও খারাপ অভিজ্ঞতার ভিত্তিতে সেই দেশকে নম্বর দেওয়া হয়। সেই দিক থেকেই খারাপ অভিজ্ঞতায় এগিয়ে রয়েছে ভারতের উত্তর-পশ্চিম দিকের দেশ আফগানিস্তান। তালিবানি রাজত্ব শুরু হওয়ার পর থেকে সেই দেশের মানুষগুলি আর ভালো নেই। তাঁদের ভালো অভিজ্ঞতার ঝুলিও কমছে দিন দিন। সম্প্রতি দুই বছর পরেও সমীক্ষার ফলাফল তাই জানাচ্ছে। 

আরও পড়ুন: ছাগলের চোখই কেড়ে নিল প্রাণ! বলির মাংস গলা দিয়ে নামার আগেই মৃত্যু প্রৌঢ়ের

আরও পড়ুন: মৃত মায়ের নাম ভাঁড়িয়ে ৩০ বছর সরকারি অনুদান গ্রহণ মার্কিনীর

পজিটিভ এক্সপিরিয়েন্স ইনডেক্স ও নেগেটিভ এক্সপিরিয়েন্স ইনডেক্স নামে দুটি ইনডেক্স প্রকাশ করে সমীক্ষা সংস্থা গ্যালপ। সেই ইনডেক্সে খারাপ অভিজ্ঞতার নিরিখে শীর্ষে রয়েছে আফগানিস্তান। ৩৪ নম্বরের ভিত্তিতে অন্যান্য দেশের তুলনায় অনেকটা উপরে এই দেশের অবস্থান।‌ গ্যালপের সমীক্ষার ফলাফলে জানানো হয়েছে, ২০১৭ সাল থেকেই আফগানিস্তানের অবস্থা বেশ শোচনীয়‌। মাঝে ২০২০ সালের তথ্য পায়নি ওই সংস্থা। কারণ সেই বছর কোভিডের কারণে তথ্যই সংগ্ৰহ করে ওঠা সম্ভব হয়নি। ২০২১ সালে ৩২ পাওয়ার পর খারাপ অভিজ্ঞতায় আরও দুই নম্বর বেশি পেয়ে ৩৪-এ দাঁড়িয়ে আফগানিস্তান।

তবে তালিবানরা আসার আগে থেকেই খারাপ হচ্ছিল পরিস্থিতি। ওই দেশে ২০১৭ সাল থেকেই ভালো অভিজ্ঞতা যেমন আনন্দে থাকা, নতুন কিছু শেখার হার পতনের দিকেই ছিল। তালিবানরা আসার পর সেই ভালো অভিজ্ঞতাও উধাও হয়ে যায় আফগানদের রোজনামচা থেকে। বেমালুম সেগুলি উধাও হওয়ার কারণেই গ্রাফের পতন হয়েছে। গ্যালপ জানাচ্ছে, ২০২১ সালের পর থেকে তিন বিষয়ে গ্রাফ একেবারেই নিম্নমুখী। নতুন কিছু শেখা, ভালোভাবে আরামে থাকা ও মন আনন্দে থাকার হার তলানিতে নেমেছে। 

তবে আফগানিস্তানের পাশাপাশি খারাপ অভিজ্ঞতার নিরিখে শীর্ষে রয়েছে সিয়েরা লিওন। এই দেশটি ব্যাপক হারে মূল্যবৃদ্ধির সম্মুখীন হয়েছে ইদানীং কালে। যার প্রভাব পড়েছে জীবন যাপনের পর। এর ফলেই নানা খারাপ অভিজ্ঞতার হার বেড়ে চলেছে সেই দেশে। দুশ্চিন্তা, মানসিক চাপ, মনখারাপের মতো খারাপ অভিজ্ঞতা হয়েছে সেই দেশের অধিকাংশ মানুষের। রোজকার খরচ বেড়ে যাওয়ার কারণে সে দেশে তুমুল আন্দোলনও হয়েছে গত বছর। তাতে খারাপ অভিজ্ঞতার ঝুলি বেড়েছে বৈ কমেনি।